ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল বন্দরে পাসপোর্টধারী যাতায়াতের তথ্য ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ভারতের হারে ইতিহাসের চাবিকাঠি বাংলাদেশের হাতে তরুণদের কর্মসংস্থান ও বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি: তারেক রহমান ঢাকায় অনুষ্ঠিত এশিয়ার সর্ববৃহৎ সরস্বতী পূজা, ‘গ্রিনেসবুকে’ নাম লিখানোর উদ্যোগ রমজানের আগে বাজারে মূল্যচাপ, নিত্যপণ্যে ঊর্ধ্বগতি অব্যাহত সংঘবদ্ধ গোষ্ঠী  নির্বাচন বানচালে দেশজুড়ে গুপ্ত হামলা চালাচ্ছে: মির্জা ফখরুল যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা, তারপরও ভারতে ম্যাচ! আইসিসির ভূমিকা নিয়ে প্রশ্ন ফারুকীর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ

৭ আগস্ট ৩২ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হবে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১ ২৩২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ৭ আগস্ট থেকে দেশজুড়ে শুরু হতে যাচ্ছে গণটিকা কর্যক্রম। এবিষয়ে সরকারের তরফে জোর প্রস্তুতি প্রায় সম্পন্ন। টিকাকার্যক্রম বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে সচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেম দিয়েছেন, আওয়ামী লীগ প্রধান তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আটদিনে ১ কোটি মানুষকে টিকা দেওয়ার যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তানিয়ে বুধবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতিত্ব করেন।


সভায় আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্তিত ছিলেন। সেখানে জানানো হয়, ৭ আগস্টের গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে। এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে দলের তরফে কর্মসূচি নিয়ে মাঠে থাকতে হবে।

টিকাকার্যক্রম শুরুদিন শনিবার ৩২ লাখ ৩০ হাজার ৬০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় বুধবার সন্ধ্যায়। যেখানে প্রতিটি

জেলার জেলা প্রশাসক, সিভিল সার্জন, পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সেখানে জানানো হয়, টিকা দিতে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আবার কোন পর্যায়ে কয়টি করে টিকাকেন্দ্র হবে, কোথায় টিকাকেন্দ্রগুলো করা হবে, তা-ও ঠিক হয়েছে। এ বিষয়ে মাঠপর্যায়ে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, প্রতিটি ইউনিয়নে সপ্তাহে দু’দিন নিয়মিত টিকাদান ঠিক রাখা হবে। এর বাইরে তিন দিন করোনার টিকা দেওয়া হবে।

সভায় করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ডা. মো. শামসুল হক বলেন, একেক দিন প্রায় ৩২ লাখ ৩০ হাজার ৬০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে।

কর্মসূচির প্রথম দিন এ রকম পরিমাণ টিকাই দেওয়া হবে। সারা দেশে ৮১ হাজার ১৬৫ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী এ কাজে নিয়োজিত থাকবেন। ইদানিং দিন ধরে দিনে ৩ লাখের মতো করোনার টিকা দেওয়া হচ্ছে। ইউনিয়ন পর্যায়ে ১৪ হাজার টিকা দিতে কেন্দ্র থাকবে।

বর্তমানে সরকারের হাতে মজুত টিকার পরিমাণ প্রায় সোয়া কোটি। ১ আগস্ট এই তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, চলতি মাসেই আরও ১ কোটির মতো টিকা আসবে। ৭ থেকে ১৪ আগস্টের মধ্যে সরকার এক কোটি মানুষকে টিকা দিতে চায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৭ আগস্ট ৩২ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হবে

আপডেট সময় : ১২:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১

আগামী ৭ আগস্ট থেকে দেশজুড়ে শুরু হতে যাচ্ছে গণটিকা কর্যক্রম। এবিষয়ে সরকারের তরফে জোর প্রস্তুতি প্রায় সম্পন্ন। টিকাকার্যক্রম বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে সচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেম দিয়েছেন, আওয়ামী লীগ প্রধান তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আটদিনে ১ কোটি মানুষকে টিকা দেওয়ার যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তানিয়ে বুধবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতিত্ব করেন।


সভায় আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্তিত ছিলেন। সেখানে জানানো হয়, ৭ আগস্টের গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে। এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে দলের তরফে কর্মসূচি নিয়ে মাঠে থাকতে হবে।

টিকাকার্যক্রম শুরুদিন শনিবার ৩২ লাখ ৩০ হাজার ৬০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় বুধবার সন্ধ্যায়। যেখানে প্রতিটি

জেলার জেলা প্রশাসক, সিভিল সার্জন, পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সেখানে জানানো হয়, টিকা দিতে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আবার কোন পর্যায়ে কয়টি করে টিকাকেন্দ্র হবে, কোথায় টিকাকেন্দ্রগুলো করা হবে, তা-ও ঠিক হয়েছে। এ বিষয়ে মাঠপর্যায়ে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, প্রতিটি ইউনিয়নে সপ্তাহে দু’দিন নিয়মিত টিকাদান ঠিক রাখা হবে। এর বাইরে তিন দিন করোনার টিকা দেওয়া হবে।

সভায় করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ডা. মো. শামসুল হক বলেন, একেক দিন প্রায় ৩২ লাখ ৩০ হাজার ৬০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে।

কর্মসূচির প্রথম দিন এ রকম পরিমাণ টিকাই দেওয়া হবে। সারা দেশে ৮১ হাজার ১৬৫ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী এ কাজে নিয়োজিত থাকবেন। ইদানিং দিন ধরে দিনে ৩ লাখের মতো করোনার টিকা দেওয়া হচ্ছে। ইউনিয়ন পর্যায়ে ১৪ হাজার টিকা দিতে কেন্দ্র থাকবে।

বর্তমানে সরকারের হাতে মজুত টিকার পরিমাণ প্রায় সোয়া কোটি। ১ আগস্ট এই তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, চলতি মাসেই আরও ১ কোটির মতো টিকা আসবে। ৭ থেকে ১৪ আগস্টের মধ্যে সরকার এক কোটি মানুষকে টিকা দিতে চায়।