২ কোটি ছাড়ালো ভারতে করোনার সংক্রমণ
- আপডেট সময় : ০৬:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১ ২৫৭ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
ভয়েস ডিজিটাল ডেস্ক
ভারতে করোনার উর্ধমুখি সংক্রমণ হার থামছে না। লাফিয়ে লাফিয়ে বাড়ছে। টানা কয়েক সপ্তাহ ধরেই ভারতে সংক্রমণের ঊর্ধ্বগতি। কোন অবস্থাতেই যেন লাগাম টানা যাচ্ছে না করোনার। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যেই সংক্রমণ দুই কোটি ছাড়িয়ে গেলো।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৩ লাখ ৫৫ হাজার ৮২৮ জন শনাক্ত করা হয়েছেন। একই সময়ে মারা গিয়েছেন ৩ হাজার ৪৩৮ জন। মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে বিজনেস স্ট্যান্ডার্ড। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ কোটি ২ লাখ ৭৫ হাজার ৫৪৩ জনে। মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৩৮৩ জনে।
মৃত্যু না কমলেও মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ড প্রদেশসহ বিভিন্ন রাজ্যে সংক্রমণ কমতে শুরু করেছে।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা মুম্বাইতে নতুন করে ২ হাজার ৬২৪ জন শনাক্ত হয়েছেন। যা গত ৫ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।






















