সড়কে পড়ুয়াদের লাল কার্ড প্রতিবাদ
- আপডেট সময় : ০৪:৫৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১ ২৬২ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
সড়কে গণপরিবহনের দৌরাত্ম ভয়াবহরূপ নিয়েছে। একই রুটের বিভিন্ন কোম্পানির একে
অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে সড়কে রক্ত ঝরাচ্ছে। ঢাকার অতিকাংশ গণপরিবনের
ছালবাকল নেই। এক বাস অপর বাসকে ঘষে দিয়ে বীর দর্পে চলে যাবার পথে হাইড্রোলিক হর্ণ
বাজিয়ে জয়ে সংকেত দিচ্ছে। সড়কে এমনি ঘটনা অহরহ ঘটছে। এর কোন প্রতিকার হচ্ছে না।
অনেক ক্ষেত্রে আইনের তোয়াক্কা করছে গণপরিবহনের মালিক-শ্রমিকেরা। এর জেরে পথ
দুর্ঘটনা বাড়ছে। সড়কে বেপরোয়া গণপরিবহনের চাকায় পিষ্ট হয়ে বহু শিক্ষার্থীসহ পথচারির প্রাণ
গিয়েছে। এনিয়ে কিছু আন্দোলন, সরগরম পরিস্থিতি ফের সময়ের হাওয়ায় মিলিয়ে যায়। তারপর
ফের বেপরোয়া গতি এবং কোন পথচারির প্রাণ কেড়ে নেওয়া! এই নিয়ে ঢাকার যেন পুরানো ছবিই
বার বার সামনে আসছে। গণপরিবহনে হাফ ভাড়া ও নিরাপত্তাসহ নয় দফা দাবিতে ঢাকার
রামপুরা ব্রীজে বিক্ষোভ অংশ নিয়ে লালকার্ড প্রদর্শনের কর্মসূচি পালন করে পড়ুয়ারা। রবিবার
একই স্থানে ব্যঙ্গচিত্র এঁকে প্রতিবাদ জানানো কর্মসূচি ঘোষণা করে তারা।






















