সৌদি-পোল্যন্ডের উপহার ৪৮ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ
- আপডেট সময় : ১০:৫৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১ ৩২৯ বার পড়া হয়েছে
ফাইল ছবি
সৌদি আরব এবং পোল্যন্ডের উপহার হিসাবে ৪৮ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। অ্যাস্ট্রাজেনেকার উপহারের এই টিকা এই টিকা চলতি সপ্তাহেই দেশে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশের বিদেমমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মঙ্গলবার ফ্রান্স থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূতের বরাতে ড. মোমেন জানিয়েছেন, সৌদি আরবের বাদশাহ সালমান রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ (১ দশমিক ৫ মিলিয়ন) ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা বিনামূল্যে পাওয়া যাচ্ছে। এই টিচকার চালান দুই-তিন দিনের মধ্যেই বাংলাদেশে পৌঁছানোর কথা জানিয়েছেন সৌদি কর্তৃপক্ষ ।
ড. মোমেন আরও জানান, পোল্যান্ড বাংলাদেশকে প্রায় ৩৩ লাখ (৩ দশমিক ৩ মিলিয়ন) ডোজ করোনার টিকা বিনা মূল্যে দেবে। এই টিকাও খুব দ্রুত চলে আসবে। ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে পোল্যান্ড এই টিকা বাংলাদেশকে দিচ্ছে।



















