সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে টাইগ্রেসরা

- আপডেট সময় : ০৫:৫৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক
নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই লঙ্কান শিবিরে আঘাত হেনেছেন পেসার মারুফা আক্তার।
দলীয় রানের খাতা খোলার আগেই উইকেট হারায় শ্রীলঙ্কা। মারুফার করা প্রথম বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান ওপেনার বিশমি গুনারত্নে। এই প্রাথমিক ধাক্কায় ব্যাটিংয়ে বিপর্যয় নামলেও লঙ্কানরা ধীরে ধীরে প্রতিরোধ গড়ার চেষ্টা করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ৩২ রান।
দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। অন্যদিকে, সেমিফাইনালের আশা জীবিত রাখতে মাঠে নামে টাইগ্রেসরা। এবারের বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্যে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের দারুণ জয় দিয়ে যাত্রা শুরু করে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।
তবে এরপর ধারাবাহিকভাবে চার ম্যাচে পরাজয়ের মুখ দেখতে হয় বাংলাদেশকে। ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে, নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে, দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে এবং সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হারে টাইগ্রেসরা। এর মধ্যে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত হার মেনে নিতে হয়।
বর্তমানে ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ। তবুও সেমিফাইনালের দৌড়ে এখনো টিকে আছে জ্যোতির দল। এজন্য শেষ দুই ম্যাচেই জয়ের বিকল্প নেই। পাশাপাশি ভারত ও নিউজিল্যান্ডের হার কামনাও করতে হবে। দুই দলই এখন পর্যন্ত ৫ ম্যাচে ৪ করে পয়েন্ট সংগ্রহ করেছে।
বাংলাদেশের জন্য সুখবর হলো, গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হার। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলে সেমিফাইনালের লড়াইয়ে নতুন করে আশার আলো দেখবে টাইগ্রেসরা। তবে আজ হারলে কার্যত বিদায় নিতে হবে জ্যোতির দলকে এবারের বিশ্বকাপ থেকে।