ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশের নতুন অভিযাত্রা বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির সিদ্ধান্ত এক দিনের মধ্যে চূড়ান্ত ইউএপির দুই শিক্ষককে চাকরিতে পুনর্বহালের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আজ কী সিদ্ধান্ত নেবে আইসিসি? ২২ জানুয়ারী মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তনের ৫৪তম বার্ষিকী বাংলাদেশে ১০ থেকে ১৫টি ব্যাংক থাকলেই যথেষ্ট: কেন্দ্রীয় ব্যাংক গভর্নর মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন আর নেই: জামায়াত আমির বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বেনাপোলে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটক বস্তিবাসীদের উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস তারেক রহমানের চাপ তৈরি করে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না

সিরি আর মৌসুম সেরার পুরস্কারে ইন্টারের জয়জয়কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে

সিরি আর মৌসুম সেরার পুরস্কারে ইন্টারের জয়জয়কার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

প্রতিবারই মৌসুম শেষে নানাক্ষেত্রে সেরা পারফরমারদের অ্যাওয়ার্ড দেয় সিরি আ কর্তৃপক্ষ। সদ্য সমাপ্ত মৌসুম পরবর্তী অ্যাওয়ার্ডে চ্যাম্পিয়ন ইন্টার মিলানের প্রাধান্য লক্ষ্য করা গেছে।

ক্লাবটির কোচ সিমোনে ইনজাগি বর্ষসেরা কোচ ও স্ট্রাইকার লটারো মার্টিনেজ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করেছেন। ৪৮ বছর বয়সী ইনজাগিকে সেরা হিসেবে বেছে নিয়েছেন স্পোর্টস পাবলিকেশন পরিচালকদের একটি প্যানেল। লিগ সূত্রে এ কথা জানা গেছে।

এ সম্পর্কে লিগা সিরি আ’র প্রধান নির্বাহী লুইগি ডি সিয়ারভো এক বিবৃবিতে বলেছেন, ‘এটা একমাত্র সিমোনে ইনজাগিরই প্রাপ্য ছিল। এবারের ইন্টার দলটি আক্রমন ও রক্ষণভাগে সমানভাবে সেরা ছিল।

একইসাথে ২৮ ম্যাচে অপরাজিত থেকে তারা শিরোপা নিশ্চিত করেছে। ইনজাগির অধীনে ইন্টারের খেলোয়াড়রা ধারাবাহিকভাবে দারুণ ফুটবল খেলে গেছে। যেখানে সমন্বয় ও দৃঢ়তা বজায় ছিল।’

মৌসুমের শুরুতে ইন্টারের অধিনায়কের দায়িত্ব পান আর্জেন্টাইন ফরোয়ার্ড মার্টিনেজ। এবারের লিগে ৩৩ ম্যাচে তিনি সর্বোচ্চ ২৪ গোল করেছেন। ডি সিয়ারভো আরো বলেছেন, ‘পারফরমেন্স ও নেতৃত্বের দিক থেকে লটারো মার্টিনেজ অভাবনীয় একটি মৌসুম কাটিয়েছে।’

ভেরোনার বিপক্ষে ইন্টারের মৌসুমের শেষ ম্যাচের আগে এই পুরস্কার প্রদান করা হয়। সিরি আ এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইন্টারের আরো দুই খেলোয়াড় পুরস্কার পেয়েছেন। মৌসুম সেরা মিডফিল্ডার হাকান কালহানগ্লু ও সেরা ডিফেন্ডার হয়েছেন আলেহান্দ্রো বাস্তোনি।

সেরা গোলরক্ষক মনোনীত হয়েছেন মোঞ্জার মিশেল ডি গ্রেগরিয়। সেরা স্ট্রাইকার হয়েছেন জুভেন্টাসের ডুসান ভ্লাহোভিচ। বোলোনিয়ার ২৩ বছর বয়সী ডাচ স্ট্রাইকার জসুয়া জিরকি বর্ষসেরা অনুর্ধ্ব-২৩ খেলোয়াড় মনোনীত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিরি আর মৌসুম সেরার পুরস্কারে ইন্টারের জয়জয়কার

আপডেট সময় : ১০:৩২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪

 

প্রতিবারই মৌসুম শেষে নানাক্ষেত্রে সেরা পারফরমারদের অ্যাওয়ার্ড দেয় সিরি আ কর্তৃপক্ষ। সদ্য সমাপ্ত মৌসুম পরবর্তী অ্যাওয়ার্ডে চ্যাম্পিয়ন ইন্টার মিলানের প্রাধান্য লক্ষ্য করা গেছে।

ক্লাবটির কোচ সিমোনে ইনজাগি বর্ষসেরা কোচ ও স্ট্রাইকার লটারো মার্টিনেজ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করেছেন। ৪৮ বছর বয়সী ইনজাগিকে সেরা হিসেবে বেছে নিয়েছেন স্পোর্টস পাবলিকেশন পরিচালকদের একটি প্যানেল। লিগ সূত্রে এ কথা জানা গেছে।

এ সম্পর্কে লিগা সিরি আ’র প্রধান নির্বাহী লুইগি ডি সিয়ারভো এক বিবৃবিতে বলেছেন, ‘এটা একমাত্র সিমোনে ইনজাগিরই প্রাপ্য ছিল। এবারের ইন্টার দলটি আক্রমন ও রক্ষণভাগে সমানভাবে সেরা ছিল।

একইসাথে ২৮ ম্যাচে অপরাজিত থেকে তারা শিরোপা নিশ্চিত করেছে। ইনজাগির অধীনে ইন্টারের খেলোয়াড়রা ধারাবাহিকভাবে দারুণ ফুটবল খেলে গেছে। যেখানে সমন্বয় ও দৃঢ়তা বজায় ছিল।’

মৌসুমের শুরুতে ইন্টারের অধিনায়কের দায়িত্ব পান আর্জেন্টাইন ফরোয়ার্ড মার্টিনেজ। এবারের লিগে ৩৩ ম্যাচে তিনি সর্বোচ্চ ২৪ গোল করেছেন। ডি সিয়ারভো আরো বলেছেন, ‘পারফরমেন্স ও নেতৃত্বের দিক থেকে লটারো মার্টিনেজ অভাবনীয় একটি মৌসুম কাটিয়েছে।’

ভেরোনার বিপক্ষে ইন্টারের মৌসুমের শেষ ম্যাচের আগে এই পুরস্কার প্রদান করা হয়। সিরি আ এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইন্টারের আরো দুই খেলোয়াড় পুরস্কার পেয়েছেন। মৌসুম সেরা মিডফিল্ডার হাকান কালহানগ্লু ও সেরা ডিফেন্ডার হয়েছেন আলেহান্দ্রো বাস্তোনি।

সেরা গোলরক্ষক মনোনীত হয়েছেন মোঞ্জার মিশেল ডি গ্রেগরিয়। সেরা স্ট্রাইকার হয়েছেন জুভেন্টাসের ডুসান ভ্লাহোভিচ। বোলোনিয়ার ২৩ বছর বয়সী ডাচ স্ট্রাইকার জসুয়া জিরকি বর্ষসেরা অনুর্ধ্ব-২৩ খেলোয়াড় মনোনীত হয়েছে।