সংবাদ শিরোনাম ::
মাস্ক বিহীন বৈঠক যুক্তরাজ্যের মন্ত্রিসভার
ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৯:৪৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১ ৩৪৬ বার পড়া হয়েছে
যুক্তরাজ্য’র প্রধানমন্ত্রী বরিস জনসনের পুনর্গঠিত মন্ত্রিসভার প্রথমবারের মতো বৈঠক অনুষ্ঠিত হয়ে গেলো। বৈঠকে উপস্থিত সবাই ছিলেন মাস্ক বিহীন। এ সময় সবাই গাদাগাদি করে বৈঠকে অংশ নেন মন্ত্রিসভার কক্ষে। গার্ডিয়ানের প্রকাশিত ছবিতে দেখা
গিয়েছে কর্মকর্তা-কর্মচারীসহ কমপক্ষে ৩০ জন ওই বৈঠকে কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে বসেছেন। এ সময় রুমের জানালাও বন্ধ ছিল।
শুক্রবারে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী বরিস জনসনের পাশে ছিলেন চ্যান্সেলর ঋষি সুনাক এবং মন্ত্রিপরিষদ সচিব সাইমন কেস। বিপরীত দিকে বসে ছিলেন সদ্য সাবেক বিদেশ মন্ত্রী ডমিনিক রাব।
মন্ত্রিসভা পুনর্গঠনের আগে সর্বশেষ বৈঠকেও এমন ছবি দেখা গিয়েছিল। অন্যদিকে সরকারের পক্ষ থেকে মানুষকে জনসমাগম স্থানে মাস্ক পড়তে পরামর্শ দেওয়া হয়েছে। ফলে এ ঘটনার পর মন্ত্রিসভার সমালোচনা করেছেন লেবারপার্টিসহ অন্যান্য বিরোধীরা।
























