বৃহস্পতিবার বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মালদ্বীপ
- আপডেট সময় : ০৭:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১ ২৯৫ বার পড়া হয়েছে
সাফ চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার বাংলাদেশ দলের প্রতিপক্ষ স্বাগতিক মালদ্বীপ। নেপালের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা মালদ্বীপের ডিফেন্স দূর্বলতা নিজেদের সুযোগ হিসেবে
কাজে লাগাতে চায় বাংলাদেশ দল। ম্যাচের আগে দু’দিন জোড় অনুশীলনের করেছে জামাল ভূইয়া-তপু বর্মনরা। সাফের সাতবারে চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ড্র’য়ের পরে ক্লান্তি নয়, ঝরঝরে
হয়েই মঙ্গলবার মালের হেনভিরু ট্রেনিং পিচে অনুশীলন সেরে নিল বাংলাদেশ দল। এদিন কোচ অস্কার ব্রুজনের তদারকিতে দেড়-ঘন্টার অনুশীলন করেছে। শিষ্যদের স্কিল ট্রেনিংয়ে টেকনিক,
ট্যাকটিসের সঙ্গে মানসিকভাবেও উজ্জিবিত করেন ব্রুজন। দলের খেলোয়াড়দের ভাগ ভাগ করে রিকোভারি সেশনও করিয়েছেন কোচ। বাংলাদেশ দল সাফের ফাইনালে খেলার যোগ্যতা রাখে
এই কয়েকদিনে ফুটবলারদের টার্গেটে সেটা পথ দেখিয়েছেন স্প্যানিয়ার্ড গুরু। লংকানদের হারিয়ে আর ভারতকে রুখে দিয়ে মালদ্বীপের বিপক্ষে নিজেদের ৩য় ম্যাচের জন্য প্রস্তুত
বাংলাদেশ। কোচ অসকার ব্রুজনের টেনশন বাড়িয়েছে প্রথম দুই ম্যাচের একাদশে থাকা ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ও মিডফিল্ডার রাকিব হোসেনের বাদ পড়া। লাল কার্ড আর দুই হলুদ কার্ডের ফাড়ায় বাদ পড়েছেন দুজনই।






















