‘বিদেশি চ্যানেলে ক্লিনফিড বাস্তবায়নে মোবাইল কোর্ট’
- আপডেট সময় : ০৩:৩৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১ ২৩২ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আইন অনুযায়ী দেশে বিদেশি চ্যানেলগুলোর বিজ্ঞাপনমুক্ত (ক্লিনফিড) সম্প্রচার বাস্তবায়নে ১ অক্টোবর থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা
হবে। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, ১ অক্টোবর থেকে আমরা সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনা
করবো। কোনো বিদেশি চ্যানেলে ক্লিনফিড দেখানো না হলে এবং মন্ত্রক, টেলিভিশন ওনার্স এসোসিয়েশন ও ক্যাবল অপারেটর ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে ক্যাবল লাইনে সম্প্রচারের জন্য
টেলিভিশনগুলোর নির্ধারিত ক্রমের ব্যত্যয় হলে বা কোনো ক্যাবল অপারেটর আইন ভঙ্গ করে নিজেরা বিজ্ঞাপন, অনুষ্ঠান প্রদর্শন করলে বা আইনের অন্য কোনো ব্যত্যয় ঘটালে সংশ্লিষ্ট
চ্যানেল ডাউনলিংকের অনুমতিপ্রাপ্ত ডিস্ট্রিবিউটরদের এবং ক্যাবল অপারেটরদের ওপরই আইন ভঙ্গের দায় বর্তাবে এবং ১ অক্টোবর থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি নিবন্ধিত অনেকগুলো অনলাইন সংবাদ পোর্টাল বিটিআরসি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল-এ প্রসঙ্গে তথ্য মন্ত্রী বলেন, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল এবং সেটি খুব দ্রুততার সঙ্গে
নিরসন হয়েছে। অনলাইন পোর্টাল বন্ধ করা এবং অনুমোদন দেওয়া দুটিই চলমান প্রক্রিয়া। যে অনলাইন পোর্টালগুলো গর্হিত কাজ করে কিংবা গুজব রটায় সেগুলো বন্ধ করা চলমান প্রক্রিয়া।
এর অংশ হিসেবে আমরা খুব সহসা বিটিআরসিকে তালিকা দেবো। এর আগে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ কবি ও সাংবাদিক সৌমিত্র দেব সম্পাদিত ‘উন্নয়নে উজ্জীবনে শেখ হাসিনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
























