বাংলা একাডেমি প্রাঙ্গণে ১০ ডিসেম্বর শুরু হচ্ছে ‘বিজয় বইমেলা ২০২৫’
- আপডেট সময় : ০৮:৩৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে ‘বিজয় বইমেলা ২০২৫’। আগামীকাল ১০ ডিসেম্বর বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হতে যাওয়া এ মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বিকেল ৪টায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া বইমেলা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।
রোববার (৯ ডিসেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার সব আয়োজন ও প্রস্তুতি তুলে ধরেন বিজয় বইমেলা উদযাপন জাতীয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ও গ্রন্থিক-এর প্রকাশক রজ্জাক রুবেল।
আয়োজকদের মতে, এবারের মেলায় অংশ নিচ্ছে প্রায় দেড় শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান। প্রতিদিন সহস্রাধিক পাঠক, লেখক, শিশু-কিশোর ও সংস্কৃতিপ্রেমীর আগমনে মেলা প্রাঙ্গণ সরব থাকবে বলে আশা করা হচ্ছে। পরিবার ও শিশুদের জন্য থাকবে বিশেষ আকর্ষণ। সংবাদ সম্মেলন শেষে লটারির মাধ্যমে অংশ গ্রহণকারী প্রকাশনীগুলোর স্টল নম্বর ঘোষণা করা হয়।
মেলার পাশাপাশি সমৃদ্ধ সাংস্কৃতিক আয়োজনও থাকছে দর্শনার্থীদের জন্য। বর্ধমান হাউসের পাশে স্থাপন করা হয়েছে ‘বিজয় মঞ্চ’, আরেকটি মঞ্চ ‘নজরুল মঞ্চ’। প্রতিদিন অনুষ্ঠিত হবে ‘যুক্তি-তক্কো-গপ্পো’ ও ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে’ শীর্ষক আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং লেখক-পাঠক-প্রকাশকদের মুক্ত আলাপচারিতা। ছুটির দিনে থাকবে মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, নাটক, সংগীতানুষ্ঠান, শিশু-কিশোরদের কর্মশালা ও র্যাফেল ড্র।
এবারের মেলায় পাঁচটি বিশেষ পুরস্কার প্রদান করবে আয়োজক কমিটি—বীর প্রতীক তারামন বিবি স্মৃতি পুরস্কার, দীপন স্মৃতি পুরস্কার, সেলিনা পারভীন স্মৃতি পুরস্কার, মোহাম্মদ সুলতান স্মৃতি পুরস্কার এবং রিয়া গোপ স্মৃতি পুরস্কার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক, একুশে পদকপ্রাপ্ত লেখক হাসনাত আবদুল হাই, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। সভাপতিত্ব করবেন বাপুস সভাপতি রেজাউল করিম বাদশা।
সংবাদ সম্মেলনে ‘বিজয় বইমেলা উদযাপন জাতীয় কমিটি’র আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এই কমিটি আগামী বছর আন্তর্জাতিক চিলড্রেনস বুক ফেয়ার, সার্ক বইমেলা, দেশের ৬৪ জেলায় বইমেলা এবং স্কুল-কলেজ পর্যায়ে বইমেলা আয়োজনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও জানায়। মেলা সংক্রান্ত সব আপডেট পাওয়া যাবে মেলার ওয়েবসাইট ও ফেসবুক পেজের ‘সংবাদ ও আপডেট’ বিভাগে।
উদযাপন কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, গবেষক ও লেখক আলতাফ পারভেজ, ঐতিহ্যের প্রকাশক আরিফুর রহমান নাইম এবং ইউপিএল-এর প্রকাশক মাহরুখ মহিউদ্দিন। প্রধান সমন্বয়কারীর দায়িত্বে আছেন ধ্রুবপদ-এর প্রকাশক মো. আবুল বাশার ফিরোজ। যুগ্ম সমন্বয়কারী হিসেবে আছেন সঞ্চিতা-এর প্রকাশক মো. মনিরুজ্জামান খান ও গ্রন্থিক-এর রজ্জাক রুবেল।
ভেনু ম্যানেজমেন্ট, নিরাপত্তা, মিডিয়া ও জনসংযোগসহ বিভিন্ন উপ-কমিটিতে প্রকাশনা জগতের অভিজ্ঞ ব্যক্তিরা দায়িত্ব পালন করবেন।



















