বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমা থেকে ১৩ ভারতীয় জেলে আটক
- আপডেট সময় : ০৪:৪৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১ ৩১০ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
‘চলতি বছরে ১১টি ফিশিং ট্রলারসহ ১শ’ ২৮জন ভারতীয় জেলে নৌ-বাহিনী ও কোস্টগার্ডের হাতে আটক হয়েছে’
বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মাছ শিকারকালে একটি ফিশিং ট্রলারসহ ১৩ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের সদস্যরা। শুক্রবার তাদের মোংলা
থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ার ৭৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম অংশ থেকে এদের আটক করে কোস্ট গার্ড। কোস্টগার্ড সূত্রের খবর,
চলতি বছরে ৮ দফায় ১১টি ফিশিং ট্রলারসহ ১শ’ ২৮জন ভারতীয় জেলে নৌ-বাহিনী ও কোস্টগার্ডের হাতে আটক হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলার অপারেশন অফিসার লে. এম মামুনুর রহমান সংবাদমাধ্যমকে জানান, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ
অনুপ্রবেশ এবং মাছ ধরার সময় কোস্টগার্ড টহলদল তাদের আটক করা হয়। ট্রলারটিতে ১৩ জন ভারতীয় জেলে ছিলেন। তাদের বাড়ি ভারতের কলকাতায়। তাদের নাম জানা যায়নি। মোংলা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিুরুল ইসলাম জানান, কোস্টগার্ড সদস্যরা জেলেদের থানায় হস্তান্তর করেছেন।


























