প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষায় বিজিবির মানবিক উদ্যোগ
- আপডেট সময় : ০৪:২৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
দুর্গম থানচির বুলুপাড়ায় প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা
বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের অন্তর্গত দুর্গম বুলুপাড়ায় প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী নবনির্মিত বিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে প্রায় ৫০ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় বই, খাতা, কলম, পেন্সিল, রাবারসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ, সঙ্গে চকলেট ও বিস্কুট।
উদ্বোধন অনুষ্ঠানে অধিনায়ক লে. কর্নেল মেহেদী বলেন, দেশের দক্ষিণ–পূর্ব সীমান্তে দায়িত্ব পালনকারী ৫৭ বিজিবি শুধু সীমান্ত সুরক্ষাই নিশ্চিত করছে না–সীমান্তবর্তী নৃ–গোষ্ঠী ও পাহাড়ি–বাঙালি জনগোষ্ঠীর আর্থ–সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি জানান, অপারেশন উত্তরণ কর্মসূচির আওতায় ব্যাটালিয়নটি দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা, খাদ্য ও পোশাক বিতরণ, শীতবস্ত্র প্রদান, অগ্নিকাণ্ড ও বন্যায় ত্রাণ সহায়তা, বিভিন্ন সামাজিক উদ্যোগসহ মানবিক কার্যক্রম পরিচালনা করছে, যা পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে সহায়ক।
শিক্ষার সুযোগ বঞ্চিত শিশুদের আলোয় ফেরানোর লক্ষ্যেই বুলুপাড়ায় এই বিদ্যালয় স্থাপন করা হয়েছে বলে উল্লেখ করেন অধিনায়ক। তিনি বলেন, ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

সীমান্তবর্তী এই বিদ্যালয়টি স্থানীয় তিনটি পাড়ার প্রায় ৫০টি পরিবারের ৭০–৮০ জন শিশুকে শিক্ষার আলো পৌঁছে দেবে। বহুদিন শিক্ষার বাইরে থাকা এসব শিশুর কাছে নতুন এ বিদ্যালয় ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
বিদ্যালয় প্রতিষ্ঠার এই উদ্যোগের জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় কারবারী, জনপ্রতিনিধি, অভিভাবক এবং সাধারণ মানুষ। তাঁদের মতে, দুর্গম পাহাড়ি অঞ্চলে বিজিবি শুধু নিরাপত্তা বাহিনী নয়, মানুষের মানবিক সহায়তা ও উন্নয়নের নির্ভরযোগ্য সহযোগী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন পদবীর সদস্য, স্থানীয় কারবারী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




















