দেড় বছর পর চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা
- আপডেট সময় : ০৩:৪৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১ ৩২০ বার পড়া হয়েছে
‘চার্টার্ড ফ্লাইটে ভারত ভ্রমণ করবেন তাদের বেলায় ১৫ অক্টোবর থেকে ভিসা উন্মুক্ত করতে যাচ্ছে ভারত। এই উদ্যোগের অংশ হিসেবে ১৫ নভেম্বর থেকে দেওয়া হবে বাণিজ্যিক ফ্লাইটে ভ্রমণ ভিসা’
করোনার ধাক্কায় বিপর্যয় নেমে আসছে ভারতজুড়ে। এ অবস্থায় অর্থনৈতিক খাতকে সচল করতে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে ভারত ভ্রমণ। যেসব ট্যুরিস্ট কেবলমাত্র চার্টার্ড ফ্লাইটে ভারত ভ্রমণ
করবেন তাদের বেলায় ১৫ অক্টোবর থেকে ভিসা উন্মুক্ত করতে যাচ্ছে ভারত। এই উদ্যোগ অংশ হিসেবে মূলত ১৫ নভেম্বর থেকে দেওয়া হবে বাণিজ্যিক ফ্লাইটে ভ্রমণ ভিসা। এরই মধ্যে করোনার
বেসামাল ধাক্কা সামলে নেবার দেড় বছরের অধিক সময় পর বিদেশি পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এই সিদ্ধান্ত। এ বিষয়ে ভারতের স্বাস্থ্য
ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, কোভিড-১৯ বিষয়ক স্বাস্থ্য সুরক্ষার সব ধরনের নির্দেশনা মেনেই প্রবেশ করতে পারবেন পর্যটকরা। বিদেশমন্ত্রকের বরাত দিয়ে ঢাকায়

ভারতীয় হাইকমিশনের তরফে এই বার্তা দেওয়া হয়েছে। বলা হচ্ছে, করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলতা করা হয়েছে। সম্প্রতি ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, আন্তর্জাতিক যাতায়াত আবার শুরু হওয়ার পর যে প্রথম ৫ লাখ বিদেশি
পর্যটক ভারতে আসার আবেদন করবেন, তাদের কোনো ভিসার ফি দিতে হবে না। যদিও এ বিষয়ে বিদেশমন্ত্রকের বিজ্ঞপ্তিতে কোন কিছু উল্লেখ করেনি।

এর আগে বুধবার ঢাকায় এয়ার বাবলের আওতায় চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী খুব শিগগিরই পর্যটক ভারতীয় ভিসা দেওয়া
শুরু হবে বলে আভাস দেন। তিনি বলেন, ভারতীয় ভিসা সেবা সর্বোচ্চ পর্যায়ে ফিরিয়ে আনতে হাইকমিশনের তরফে যথাসাধ্য চেষ্টার আশ্বাস দেন। বাংলাদেশ থেকে যারা ভারত যেতে আগ্রহী
তারা যাতে যেতে পারেন সেই চেষ্টা করা হচ্ছে। শিগগির পর্যটক ভিসা চালু করতে হবে। এই মুহূর্তে পর্যটক ছাড়া অন্যান্য সব শ্রেণিতে ভারতীয় ভিসা চালু রয়েছে।
























