দেড় বছর পর করোনায় সর্বনিম্ন মৃত্যু
- আপডেট সময় : ০৮:০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১ ৩৩২ বার পড়া হয়েছে
বুক ভাঙ্গা দীর্ঘশ্বাসের পর স্বস্তি! প্রায় দেড় বছর পর করোনায় মৃত্যু নামলো দুইয়ের ঘরে। এ নিয়ে
করোনায় মৃতের সংখ্যা দাঁড়িলো ২৭ হাজার ৮৭০ জন। এর আগে ২০২০ সালের ৫ মে করোনায়
একজওনের মৃত্যু হয়েছিল।সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)
অধ্যাপক ডা. নাসিমা সুলতানার তরফে পাঠানো বিশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বলা
হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৭৩৪ জনের নমুনা পরীক্ষা করা হলে ২১৪ জনের শরীরে করোনা
শনাক্ত হয়েছে। যা নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩ জনে।
শনাক্তের হার ১ দশমিক ৮ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ২০২ জন। এপর্যন্ত মোট
হয়ে ওঠার সংখ্যা ১৫ লাখ ৩৩ হাজার ৬২৫ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে মারা যাওয়া ২ জনের
মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। এদের সবাই
হাসপাতালে মারা গেগিয়েছেন। মারা যাওয়া দুইজনই পুরুষ এবং ঢাকা বিভাগের বাসিন্দা।





















