ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বেনাপোলে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটক বস্তিবাসীদের উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস তারেক রহমানের চাপ তৈরি করে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না চানখাঁরপুল মামলার রায় ২৬ জানুয়ারি: মানবতাবিরোধী অপরাধের বিচার অপেক্ষায় দেশ ইরানে হামলা নিয়ে আবারও কঠোর হুঁশিয়ারি নেতানিয়াহুর আমিরাতের প্রেসিডেন্টকে ঐতিহ্যবাহী শুভেচ্ছায় স্বাগত জানালেন মোদি শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উদ্যাপন রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪০০ ঘর, শত শত পরিবার আশ্রয়হীন আগামী ৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত শার্শায় র‌্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

চাপ তৈরি করে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

চাপ তৈরি করে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 অযৌক্তিক চাপ সৃষ্টি করে বাংলাদেশকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাধ্য করা যাবে না, এ কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর ভাষায়, অযৌক্তিক কোনো শর্ত মেনে বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নেবে না।

মঙ্গলবার সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে, এমন কোনো তথ্য তিনি আনুষ্ঠানিকভাবে শোনেননি।

তাঁর জানামতে, এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনো ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে কোনো আলোচনা করেনি। ক্রিকেট স্কটল্যান্ডের কর্মকর্তারাও বিসিবির প্রতি সম্মান জানিয়ে আইসিসির সঙ্গে আলোচনায় যাওয়ার কোনো পরিকল্পনা করছেন না।

ড. আসিফ নজরুল আরও বলেন, যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথানত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে কিংবা অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, তাহলে আমরা সেই শর্ত মানব না। আমাদের অবস্থান পরিষ্কার।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। তবে নিরাপত্তাজনিত শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছে, তারা ভারতে খেলতে রাজি নয় এবং নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়েছে।

এ নিয়ে চলতি সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বিসিবির বৈঠক হলেও কোনো চূড়ান্ত সমাধান আসেনি। আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো ও একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিসিবিকে সিদ্ধান্ত জানানোর জন্য বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। তবে বিসিবির দাবি, আইসিসি এ ধরনের কোনো সময়সীমা নির্ধারণ করেনি।

ভেন্যু পরিবর্তনের ক্ষেত্রে আইসিসির আগের অবস্থানের উদাহরণ টেনে ড. আসিফ নজরুল বলেন, পাকিস্তানে খেলতে ভারত রাজি না হওয়ায় আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে। আমরাও অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলেছি। কিন্তু অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ভারতের উগ্রবাদীদের প্রতিবাদের মুখে বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়। এই ঘটনায় বাংলাদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

এর পরিপ্রেক্ষিতেই নিরাপত্তা শঙ্কার কথা বিবেচনা করে বিসিবি ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো হওয়ার কথা ছিল কলকাতা ও মুম্বাইয়ে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাপ তৈরি করে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না

আপডেট সময় : ০৬:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

 অযৌক্তিক চাপ সৃষ্টি করে বাংলাদেশকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাধ্য করা যাবে না, এ কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর ভাষায়, অযৌক্তিক কোনো শর্ত মেনে বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নেবে না।

মঙ্গলবার সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে, এমন কোনো তথ্য তিনি আনুষ্ঠানিকভাবে শোনেননি।

তাঁর জানামতে, এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনো ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে কোনো আলোচনা করেনি। ক্রিকেট স্কটল্যান্ডের কর্মকর্তারাও বিসিবির প্রতি সম্মান জানিয়ে আইসিসির সঙ্গে আলোচনায় যাওয়ার কোনো পরিকল্পনা করছেন না।

ড. আসিফ নজরুল আরও বলেন, যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথানত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে কিংবা অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, তাহলে আমরা সেই শর্ত মানব না। আমাদের অবস্থান পরিষ্কার।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। তবে নিরাপত্তাজনিত শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছে, তারা ভারতে খেলতে রাজি নয় এবং নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়েছে।

এ নিয়ে চলতি সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বিসিবির বৈঠক হলেও কোনো চূড়ান্ত সমাধান আসেনি। আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো ও একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিসিবিকে সিদ্ধান্ত জানানোর জন্য বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। তবে বিসিবির দাবি, আইসিসি এ ধরনের কোনো সময়সীমা নির্ধারণ করেনি।

ভেন্যু পরিবর্তনের ক্ষেত্রে আইসিসির আগের অবস্থানের উদাহরণ টেনে ড. আসিফ নজরুল বলেন, পাকিস্তানে খেলতে ভারত রাজি না হওয়ায় আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে। আমরাও অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলেছি। কিন্তু অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ভারতের উগ্রবাদীদের প্রতিবাদের মুখে বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়। এই ঘটনায় বাংলাদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

এর পরিপ্রেক্ষিতেই নিরাপত্তা শঙ্কার কথা বিবেচনা করে বিসিবি ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো হওয়ার কথা ছিল কলকাতা ও মুম্বাইয়ে।