‘গুলাব’ আঘাত হানবে ওড়িশায়
- আপডেট সময় : ০১:২৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১ ৩৪৭ বার পড়া হয়েছে
উপগ্রহ থেকে নেওয়া ছবিতে ঘূর্ণিঝড় গুলাব ছবি: সংগৃহীত
গুলাব তান্ডবে কাঁপছে ওড়িশা: নতুন নিম্নচাপের অভিমুখ বাংলাদেশ উপকূল
গুলাবের চোখ রাঙানিতে ওড়িশাবাসীর মধ্যে আতঙ্ক। শনিবার সপ্তাহের শেষ দিনে অফিস ফেরত জনতার অভিমুখ বাজারের দিকে। যে যতটা পারছেন, পণ্য সংগ্রহ করে ঘরে ফিরছেন। কারও কারও অভিমত ইলেকট্টিসিটি ফেলিওরিটি এই সময়ে অবধারিত।
অতীতের ফণীর অভিজ্ঞতা এখনও তাড়া করছে ওড়িশাবাসীকে। আনাজপাতি, মাছমাংস ইত্যাদি পচনশীল সামগ্রী বেশি করে কেনা মানে, নষ্ট হওয়া। একথা মাথায় রেখে অনেকেই আবার শুকনো খাবার নিয়ে বাড়ি ফিরছেন। এই রিপোর্ট লেখার সময়ে লক্ষ্য করা গিয়েছে, মুদির দোকানে
ওড়িশার সমুদ্র উপকূলে প্রতিরোধী ব্যবস্থা
জনতার লম্বা লাইন সামলাতে সীমশিম খাচ্ছেন দোকানীরা। প্রয়োজন কোন যুক্তি মানে না। গুলাব উড়িষ্যাবাসীকে এটাই শিখিয়েছে। বলতে গেলে উড়িষ্যা হচ্ছে, ঘূর্ণিঝড় প্রবণ এলাকা। কাছাকাছি
সমুদ্র। আর বাংলাদেশসহ উড়িষ্যা বেল্টে যে কোন সামুদ্রিক দুর্যোগ আসলেই উড়িষ্যাকে ছুঁয়ে। বলা যায় উড়িষ্যার সঙ্গে যেন দুর্যোগের মিতালি। গুলাব নামটি পাকিস্তানের বিজ্ঞানির। এর
আগেও বুলবুল ঝড়ের নামটি পাকিস্তানই দিয়েছিলো। যদিও বুলবুলেও ভয়ঙ্কর ক্ষতিতে পড়তে হয়েছিলো ওড়িশাকে।
ভুবনেশ্বর থেকে পুরী সমুদ্র ঘন্টা খানেকের পথ। তা হলেও, রাজধানীর আকাশ থেকে দক্ষিণের দিকে দেখা যাচ্ছে কুচকুচে কালো রং এর জমাট মেঘ। ঘূর্ণাবর্ত থেকে সৃষ্ট হওয়া নিম্নচাপের
প্রভাবে আর সাত-আট ঘন্টার মধ্যেই ঘূর্ণিঝড় গুলাব আছড়ে পড়বে ওড়িশায়! এমনই বার্তা রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তরের। এই প্রবল ঝড় ওড়িশার দক্ষিণের গোপালপুর ও অন্ধ্র

আতঙ্ক ছড়াচ্ছে ওড়িশার মেঘঢাকা আকাশ
প্রদেশের কলিঙ্গপত্তনমের ওপরে দিয়ে উপকূল অতিক্রম করবে। এরপর এটি বাংলার উপকূল অঞ্চলে প্রবল বৃষ্টিপাত ঘটাবে, এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ওড়িশাবাসীরা মনে করেন,
এশিয়া প্যাসিফিক অঞ্চলে সৃষ্ট ঘনঘন ঝড়বৃষ্টি মাথাব্যথার কারণ হলেও সমুদ্র দিয়ে ঘেরা এই রাজ্যের মানুষ বারবারই যে দূর্যোগ সমস্যা মোকাবিলা করতে সক্ষম হয়েছে, সে বিষয়ে তারা
অন্যবারের মতো এবারও দৃঢ়কল্প। মনে রাখার মতো একটি ওড়িশি শব্দ পাতিয়া, ( ঘূর্ণিঝড়) কবে যে ওড়িশা বাসীকে পাততাড়ি গুটিয়ে চলে গিয়ে স্বস্তি দেবে, এ আলোচনা এখন মানুষের মুখে মুখে।

আতঙ্ক গ্রস্তবাসীন্দারা নিরাপদ আশ্রয়ে
এদিকে আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় গুলাব উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। উত্তাল হয়ে উঠেছে সাগর। গতিপথ অপরিবর্তিত
থাকলে রবিবার বিকাল নাগাদ ভারতের উড়িষ্যার গোপালপুর, অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমের মাঝে কলিঙ্গপত্তনমের কাছে স্থলভাগে আছড়ে পড়বে।
আবহাওয়া বার্তায় বলা হয়, ঘূর্ণিঝড়গুলাব একটি স্বল্প শক্তির ঘূর্ণিঝড়, যার গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার। উড়িষ্যায় আঘাত হানলেও বাংলাদেশে কিছুটা প্রভাব পড়বে।শঙ্কার কথা
হচ্ছে, ‘গুলাব’ চলে গেলেও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। ২৭ সেপ্টেম্বর নাগাদ সাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ২৯ সেপ্টেম্বর নাগাদ গভীর
নিম্নচাপে রূপ নিতে পারে। এই নিম্নচাপের অভিমুখ হবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে।























