কোয়ারেন্টিন শেষে অনুশীলনে নিউজিল্যান্ড
- আপডেট সময় : ০৫:১৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১ ৩৬০ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ঢাকা সফরে আসে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিরিজ শুরু
হবে ১ সেপ্টেম্বর থেকে। মিরপুরে বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি। বিশ্বকাপের আগে এটিই
বাংলাদেশের শেষ আন্তর্জাতিক সিরিজ। ঢাকায় পা রাখার পরই তিনদিনের কোয়ারেন্টিন চলে যায়
নিউজিল্যান্ড ক্রিকেট দল। কোয়ারেন্টিন শেষে মিরপুরে শের-ই-বাংলায় এদিন দুপুরের সেশনে
অনুশীলনে নামে সফরকারী নিউজিল্যান্ড ক্রিকেট দল। এদিন ফিন অ্যালেন ছাড়া বাকিরা যোগ
দেন অনুশীলনে। ঢাকায় আসার পর করোনা আক্রান্ত হওয়ায় অ্যালেন বর্তমানে আইসোলেশনে
রয়েছেন। তার বিকল্প হিসেবে নিউজিল্যান্ড ডেকে পাঠিয়েছে পেইসার ম্যাট হেনরিকে। সোমবার
বাংলাদেশে পৌঁছাবেন এই পেইসার। তিনদিন কোয়ারেন্টিন শেষে দলের হয়ে অনুশীলনের
সুযোগ পাবেন তিনি। ফলে ১ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারছেন না হেনরি।
এদিন নিউজিল্যান্ডের আগে মিরপুরে অনুশীলন করে বাংলাদেশ স্কোয়াড। বাংলাদেশের
অনুশীলনে ছিলেন না কেবল সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে ছুটিয়ে কাটিয়ে ফেরার পর

তিনদিনের কোয়ারেন্টিনে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। শনিবার থেকে অনুশীলনে মাঠে
নামবেন। এর আগে মঙ্গলবার দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছায়
নিউজিল্যান্ড ক্রিকেট দল। বিমানবন্দর থেকে সরাসরি নির্ধারিত হোটেলে চলে যান। বাংলাদেশ
দলের ক্রিকেটাররাও এদিন হোটেলে উঠেন। তাদেরও তিন দিনের কোয়ারেন্টিনে থাকতে হয়।
প্রথম দিনেই হয় করোনা টেস্ট।






















