অস্ট্রেলিয়ার ক্রিকেট দল ঢাকায়
- আপডেট সময় : ০৫:১৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ ২৫৭ বার পড়া হয়েছে
হারারে সিরিজের রেশ না কাটতেই সামনে আরেকটি সিরিজ। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই নামবে বাংলাদেশ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে চার বছর পর ঢাকায় পা রাখল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বৃহস্পতিবার বিকাল ৪টা নাগাদ হযরত শাহজালাল
আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে অজিদের বহনকারী কোয়ান্টাস এয়ারওয়েজের চার্টার্ড বিমানটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি সূত্র তা নিশ্চিত করেছে। মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েডরা বিমানবন্দর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলে যান।
তিনদিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলনের সুযোগ পাবে অজিরা। তার আগে অবশ্য দুই দফায় কভিড পরীক্ষায় নেগেটিভ হতে হবে। ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয়
ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের টি টোয়েন্টি খেলবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়া । প্রতিটি ম্যাচই শুরু সন্ধ্যা ৬টা থেকে।
অস্ট্রেলিয়া দলে রয়েছে, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেয়ারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, জশ হেইজেলউড,
মোইজেস হেনরিকেস, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, মিচল মার্শ, বেন ম্যাকডারমট, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন ও অ্যাডাম জ্যাম্পা।






















