ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ও এপার-ওপার যাতায়তে আয় জুলাই আন্দোলনের স্মৃতি এখনও তাজা, শহীদ ও আহতরা শুধু সংখ্যার অংশ নয় পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন সন্তান হারা মায়ের বুকফাটা আর্তনাদ যেন হাজারো গুমের শিকার পরিবারের নীরব চিৎকার গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা

লঞ্চের ধাক্কায় বুড়িগঙ্গায় বাল্কহেড ডুবে দুই শ্রমিকের মৃত্যু

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

লঞ্চের ধাক্কায় বুড়িগঙ্গায় বাল্কহেড ডুবে দুই শ্রমিকের মৃত্যু: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মাটি বোঝাই একটি বাল্কহেড ডুবে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার ধর্মগঞ্জ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘কাশফা স্নেহা’ নামের বাল্কহেডটি ধর্মগঞ্জের আফসার ফিলিং স্টেশনের সামনে নদীর তীরে নোঙর করা ছিল। সকাল সাতটার দিকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ ‘সুন্দরবন–১৬’ বাল্কহেডটির পেছনের অংশে (কেবিন সাইডে) সজোরে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি দ্রুত পানিতে তলিয়ে যায়। ধাক্কা দিয়েই লঞ্চটি ঢাকার দিকে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

দুর্ঘটনার সময় বাল্কহেডের ওপর থাকা তিনজন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কেবিনে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক নিখোঁজ হন। পরে সন্ধ্যার দিকে উদ্ধারকারী দল বাল্কহেডের ইঞ্জিনরুম থেকে তাদের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন পটুয়াখালীর দুমকি উপজেলার চরগরবদী এলাকার আমির হাওলাদারের ছেলে জহুরুল ইসলাম শাকিল (২৫) এবং ঝালকাঠির রাজাপুর উপজেলার মো. হাসান (২০)। তারা দুজনই বাল্কহেডের লস্কর হিসেবে কর্মরত ছিলেন।

খবর পেয়ে নৌ-পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন। বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক কামরুল হাসান জানান, লঞ্চের ধাক্কায় ইঞ্জিনরুমটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ডুবুরিদের ভেতরে প্রবেশে জটিলতা তৈরি হয়। পরে ফ্লোটিং এক্সক্যাভেটর দিয়ে প্রবেশপথ ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।

পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম বলেন, ঘটনায় আর কেউ নিখোঁজ নেই এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন জানান, দুর্ঘটনায় জড়িত ‘সুন্দরবন–১৬’ লঞ্চটি আটক করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে।

স্থানীয়দের ধারণা, ঘন কুয়াশার কারণেই চালক নোঙর করা বাল্কহেডটি দেখতে পাননি, যার ফলে এই দুর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লঞ্চের ধাক্কায় বুড়িগঙ্গায় বাল্কহেড ডুবে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৯:১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মাটি বোঝাই একটি বাল্কহেড ডুবে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার ধর্মগঞ্জ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘কাশফা স্নেহা’ নামের বাল্কহেডটি ধর্মগঞ্জের আফসার ফিলিং স্টেশনের সামনে নদীর তীরে নোঙর করা ছিল। সকাল সাতটার দিকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ ‘সুন্দরবন–১৬’ বাল্কহেডটির পেছনের অংশে (কেবিন সাইডে) সজোরে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি দ্রুত পানিতে তলিয়ে যায়। ধাক্কা দিয়েই লঞ্চটি ঢাকার দিকে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

দুর্ঘটনার সময় বাল্কহেডের ওপর থাকা তিনজন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কেবিনে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক নিখোঁজ হন। পরে সন্ধ্যার দিকে উদ্ধারকারী দল বাল্কহেডের ইঞ্জিনরুম থেকে তাদের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন পটুয়াখালীর দুমকি উপজেলার চরগরবদী এলাকার আমির হাওলাদারের ছেলে জহুরুল ইসলাম শাকিল (২৫) এবং ঝালকাঠির রাজাপুর উপজেলার মো. হাসান (২০)। তারা দুজনই বাল্কহেডের লস্কর হিসেবে কর্মরত ছিলেন।

খবর পেয়ে নৌ-পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন। বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক কামরুল হাসান জানান, লঞ্চের ধাক্কায় ইঞ্জিনরুমটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ডুবুরিদের ভেতরে প্রবেশে জটিলতা তৈরি হয়। পরে ফ্লোটিং এক্সক্যাভেটর দিয়ে প্রবেশপথ ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।

পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম বলেন, ঘটনায় আর কেউ নিখোঁজ নেই এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন জানান, দুর্ঘটনায় জড়িত ‘সুন্দরবন–১৬’ লঞ্চটি আটক করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে।

স্থানীয়দের ধারণা, ঘন কুয়াশার কারণেই চালক নোঙর করা বাল্কহেডটি দেখতে পাননি, যার ফলে এই দুর্ঘটনা ঘটে।