মৃত্যু ও আক্রান্ত লাগামহীন এদিনে মৃত্যু ৮৫ শনাক্ত সাড়ে ৫ হাজার ছাড়ালো

- আপডেট সময় : ০৬:১৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১ ১৬৬ বার পড়া হয়েছে
ফাইল ছবি
‘একদিনে নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.২৭ শতাংশ’
আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এমন সকল জেলায় লকডাউন চলছে। ঢাকার সঙ্গে মঙ্গলবার গভিররাত থেকে ট্রেন ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ। প্রশাসন চাইছেন জনবহুল মহানগরী রাজধানী ঢাকাকে যথাসম্ভব সংক্রমণ থেকে মুক্ত রাখতে।
এই ভাবনা থেকেই ঢাকার চারিদিকের এবং পাশ্ববর্তী সত জেলায় কঠোর লকডাউন চলছে। উচ্চমাত্রার সংক্রমণ চলছে রাজশাহীতে। এখানের হাসপাতালেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৫ জনের মৃত্যু হয়েছে। তাতে মৃত বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৭৮৭ জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৭২৭ জন। এ নিয়ে মোট আক্রান্তর সংখ্যাটা দাঁড়ালো ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৩ হাজার ১৬৮ জন।
২৮ হাজার ৫৮০টি নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ২৫৬টি। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.২৭ শতাংশ।
বয়সভিত্তিক বিশ্লেষণে ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন, তাদের ৪৬ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১০ জন রয়েছেন। এদের মধ্যে ৫৫ জন পুরুষ ও ৩০ জন নারী।