সংবাদ শিরোনাম ::
বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘বসন্তের অপেক্ষায়..

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৩৫:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
বসন্তের অপেক্ষায়..
তবুও, তুষার কম্বল মাটিতে ফেলে,
একটি নীরবতা, একটি নিশ্চিন্ত বিরতি –
গাছগুলো এখন অপেক্ষায়, এতদিন
তাদের শিকড় হিমের নীচে স্বপ্ন দেখেছে।
কিন্তু আমার হৃদয় রঙের জন্য কামনা করে,
তাজা পাতার সবুজ আবরণের জন্য,
লুকিয়ে থাকা বীজের বিস্ফোরণ জন্য,
অন্ধকার থেকে মুক্ত হওয়ার জন্য।
শীত যতবার আসে,
তার নীরবতা একটি শান্ত পাঠ দিয়ে যায়,
কিন্তু আমি এখন শুনছি
বসন্তের ঘুঙুর নরম পায়ের কাছে।
যদি একটা সতেজ হৃদয় ভাঙা বন্ধ করতে পারি,
আমার বেঁচে থাকা বৃথা হবে না;
যদি আমি একটি বৃদ্ধ জীবনের ব্যথা কমাতে পারি,
অথবা এক ব্যথা বুকে শীতল ছোঁয়া দিতে পারি,
অথবা এক ক্লান্ত বুলবুলিকে ফিরিয়ে দিতে পারি
আবারও তার নীড়ে,
আমার বেঁচে থাকা বৃথা হবে না
কারণ শীত শেষে বসন্ত আসবেই।।