প্রথমবারের মত বাংলাদেশে আসছে ভারতের অক্সিজেন এক্সপ্রেসে

- আপডেট সময় : ০৩:২৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১ ২৪৪ বার পড়া হয়েছে
ছবি ভারতীয় হাইকশিমন
প্রথমবারের মতো ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস ১০টি কন্টেইনারে ২০০ এমটি তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) পরিবহণ করছে বাংলাদেশে। অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে
ভারতীয় রেলপথ অক্সিজেন সরবরাহ অব্যাহত রেখেছে। শনিবার ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো এতথ্য নিশ্চিত করেছে।
রেলভবন সূত্রের খবর, অক্সিজেন এক্সেপ্রেসটি ১০টি কনটেইনার বহন করছে। এটি রাত ১০টা নাগাদ বেনাপোল পৌছানোর আশা করা হচ্ছে।
ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করতে যাচ্ছে। চলতি বছরের ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন পরিষেবা চালু করে। আর প্রথম প্রতিবেশী বাংলাদেশে
এটিই হবে অক্সিজেন এক্সপ্রেসের প্রথম যাত্রা। এ পর্যন্ত, ভারতের অভ্যন্তরে একই ধরণের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছিল।
২৪ এপ্রিল টাটা দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোলে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহণের চাহিদা জানায়। এই চালানটি
বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।
The #OxygenExpress left Tatanagar for Bangladesh today morning carrying Liquid Medical Oxygen (LMO) in 10 containers pic.twitter.com/VaNZKbknO7
— South Eastern Railway (@serailwaykol) July 24, 2021
শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন হয়েছে।
এই অক্সিজেন বাংলাদেশে পৌঁছানো হবে এবং দেশের চলমান কোভিড তরঙ্গ মোকাবিলায় দেশের হাসপাতালগুলিতে সরবরাহ করা হবে। ভারত তার মহামারী পরিস্থিতি উন্নয়নের সঙ্গে
সঙ্গে প্রতিবেশীদের মধ্যে নিকটতম অংশীদারদের সঙ্গে চিকিৎসা সরবরাহ ভাগ করে নেওয়ায় প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, এর আগে ঈদের দিন পেট্রাপোল দিয়ে জরুরি ভিত্তিতে বাংলাদেশে আমদানি করা হয় ১১টি ট্যাঙ্কারে প্রায় ১৮০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন। এরই মধ্যে বাংলাদেশের
হাসপাতালে তরল অক্সিজেনের সংকটপূর্ণ অবস্থা বিবেচনা করে বেনাপোল সীমান্তে গ্রিন করিডোর চালু করেছে সরকার।