দেড় বছরে সব্বোর্চ সংখ্যক আক্রান্তর রেকর্ড

- আপডেট সময় : ০৬:০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১ ২০১ বার পড়া হয়েছে
ফাইল ছবি
রোগী শনাক্তের রেকর্ড, মৃত্যু ১১৫ জনের
করোনা মাহামারির প্রায় দেড় বছরে সর্বেোচ্চ সংখ্যক মানুষ শনাক্ত হয়েছে। একদিনে করোনা ৮ হাজার ৮২২জন করোনা আক্রান্ত! এই প্রথম ভয়ঙ্কর তথ্য আসলো ।
এর আগে দেশে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল সোমবারের আগের ২৪ ঘণ্টায়। ওই দিন ৮ হাজার ৩৬৪ জনের করোনা শনাক্ত হয়েছিল।
দেশে টানা চার দিন করোনাভাইরাসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১১৫ জন।
দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৯ লাখ ১৩ হাজার ২৫৮। মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৫০৩ জনের। সুস্থ হয়েছেন ৮ লাখ ১৬ হাজার ২৫০ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৫০ জন।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা পরিস্থিতির তথ্য জানানো হয়েছে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা ধরা পড়ার পর থেকে এখন পর্যন্ত এটাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক রোগী শনাক্তের রেকর্ড।