কৃত্রিম উপগ্রহে চেপে মহাকাশে যাবে নরেন্দ্র মোদির ছবি

- আপডেট সময় : ০২:৪৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১ ৩০৩ বার পড়া হয়েছে

ভয়েস ডিজিটাল ডেস্ক
মহাকাশে তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণা, ম্যাগনেটোস্ফিয়ার নিয়ে গবেষণা এবং কম শক্তির বিনিময়ে বড় এলাকা জুড়ে যোগাযোগ নেটওয়ার্ক তৈরির চেষ্টা করা। এই তিনটি বিষয়কে সামনে রেকে ২৮ ফ্রেব্রুয়ারি ভারতের শ্রীহরিকোটা থেকে পিএসএলভি রকেটের মাধ্যমেই ছাড়া হবে এক নয়া কৃত্রিম উপগ্রহ। ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে মহাকাশ বিজ্ঞান নিয়ে আগ্রহ বাড়াতেই এই পদক্ষেপ নিয়েছে ভারত সরকার।
কৃত্রিম উপগ্রহে চেপে মহাকাশে পৌঁছে যাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। স্পেসকিডজ ইন্ডিয়া সংস্থার তরফে উৎক্ষপণ করা হবে এই উপগ্রহ। ভারতীয় মহাকাশ বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ সতীশ ধাওয়ানের নামে এই উপগ্রহের নাম দেওয়া হয়েছে সতীশ ধাওয়ান স্যাটেলাইট বা এস ডি স্যাট। সঙ্গে থাকছে আরও ২৫ হাজার ব্যক্তির নাম। আজকাল পত্রিকা এ তথ্য দিয়েছে।
সংস্থাটির তরফে জানানো হয়েছে, এই প্রথম তাদের তৈরি কৃত্রিম উপগ্রহ মহাকাশে ছাড়া হবে, যা নিয়ে তারা খুবই আন্দোলিত। এস ডি স্যাটের টপ প্যানেলে লাগানো থাকবে নরেন্দ্র মোদির নামসহ ছবি। সঙ্গে থাকবে আত্মনির্ভর মিশন নিয়ে দু-চার কথা।