সংবাদ শিরোনাম ::
করোনা শনাক্তের হার ২ শতাংশের নিচে, মৃত ৬
ভয়েস রিপোর্ট, ঢাকা
- আপডেট সময় : ০৭:৪৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১ ৩১১ বার পড়া হয়েছে
ফাইল ছবি
স্বস্তি ফিরিয়ে করোনার শনাক্তর হার নেমে আসলো দুই শতাংশের নিচে। গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৮০টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ২৯৩ জন। শনাক্তের হার ১ দশমিক ৮৮
শতাংশ। এর আগের দিন শুক্রবার শনাক্তের হার ছিল ২ দশমিক শূন্য ৯ শতাংশ, বৃহস্পতিবার ২ দশমিক ১৬ শতাংশ। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে
৬জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ চারজন ও নারী দুইজন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৭৫২ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় বিভাগওয়ারি দেখা গিয়েছে ঢাকায়
তিনজন, চট্টগ্রামে একজন, খুলনায় একজন ও সিলেটে একজনের মৃত্যু হয়েছে। বাকি চার বিভাগে কেউ মারা যাননি। অবশ্যই সময়ে গত সেরে উঠেছেন ৪৪২ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা ১৫ লাখ ২৭ হাজার ৩৩ জন।


























