করোনায় আক্রান্ত কমলেও বেড়েছে মৃত্যু

- আপডেট সময় : ০৬:৫৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ ১৯০ বার পড়া হয়েছে
করোনার সংক্রমণ দিন দিন উর্ধমুখী হচ্ছে। মৃত্যু ও আক্রান্ত বাড়ছে ধারাবাহিকভাবে। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৬৩ জন। তাতে মৃত্যু বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৩৪৫ জনের মৃত্যু হল।
একই সমযে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৩৮৪০ জন। বর্তমান আক্রান্তর সংক্যা ৮ লাখ ৪১ হাজার ৮৭ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার এ তথ্য জানায়। এখন পর্যন্ত দেশে করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৪১ হাজার ৮৭ জন। মৃত্যু সংখ্যা ১৩ হাজার ৩৪৫ জনের। সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৬ হাজার ৪৬৬ জন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮৭১ জনের নমুনা পরীক্ষা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৪ শতাংশ। এর আগের দিন এটি ছিল ১৬ দশমিক ৬২ শতাংশ।
বুধবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে সরকারি-বেসরকারি ৫২৮টি পরীক্ষাগারে ২৫ হাজার ৭৭১টি নমুনা সংগ্রহ হয়েছে। এর মধ্যে ২৪ হাজার ৮৭১টি নমুনা পরীক্ষা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় করোনায় সনাক্তের হার ১৫ দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত সনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ।
প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯২ দশমিক ৩২ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।
মৃত ৬৩ জনের মধ্যে ৪৫ জন পুরুষ ও ১৮ জন নারী। তাদের মধ্যে ৫৫ জন হাসপাতালে ও ৮ জন বাড়িতে মারা গেছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, তাদের মধ্যে ষাটোর্ধ্ব ব্যক্তি রয়েছেন ৩১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ৭ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ৭ জন, ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে ১ জন, ১১ থেকে ২০ বছর বয়সের মধ্যে ১ জন রোগী রয়েছেন।
২৪ ঘণ্টায় সর্বাধিক ২০ জন রোগী সনাক্ত হয়েছে খুলনা বিভাগে। ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ১৩ জন, বরিশালে ৩ জন, সিলেটে ২ জন, রংপুরে ২ জন, ময়মনসিংহে ২ জন রোগী সনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়তে থাকে।
সারা বিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩৮ লাখ ৩৩ হাজারের বেশি মানুষের।