২০০৮ সালের পর দেশে সত্যিকার অর্থে কোনো নির্বাচন হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় : ০৭:৫২:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
২০০৮ সালের পর দেশে সত্যিকার অর্থে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন হবে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে উৎসবমুখর, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।
শনিবার সকালে ভোলায় ‘ভোটের গাড়ি ক্যারাভান’-এর যাত্রা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
তৌহিদ হোসেন বলেন, “একদম তলানিতে চলে যাওয়া একটি দেশকে টেনে তুলতে হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। আমরা এমন একটি নির্বাচন আয়োজন করতে চাই, যেখানে মানুষ নির্ভয়ে ও ইচ্ছামতো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”
বর্তমান সরকার কারও পক্ষে নয়— এমন মন্তব্য করে তিনি বলেন, “এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ অবস্থান থেকে দায়িত্ব পালন করছে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করাই আমাদের একমাত্র লক্ষ্য।”
তিনি আরও বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্র শক্তিশালী হয় না। সে কারণেই সরকার সব রাজনৈতিক দলকে নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত করার চেষ্টা করছে।
অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এ কর্মসূচিতে অংশ নেন।
‘ভোটের গাড়ি ক্যারাভান’ কর্মসূচির মাধ্যমে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনী পরিবেশকে প্রাণবন্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।




















