১৫ বছরে হেন অন্যায় কাজ নাই যা পুলিশকে দিয়ে করানো হয়নি
- আপডেট সময় : ০৮:১৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে
বিগত ১৫ বছরে হাসিনা সরকার এমন কোন অন্যায় কাজ নেই, যা পুলিশ দিয়ে করায়নি। আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের ওপর রাজনীতিবিদদের কুপ্রভাব ছিল। সেজন্য পুলিশ প্রশাসন দুঃখিত ও লজ্জিত।
শনিবার বাংরাদেশের সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনারের কার্যালয়ে মতবিনিময় সভায় যুক্ত হয়ে এসব কথা বলেন বাংলাদেশের আইজিপি বাহারুল আলম। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেছেন সিলেটের কমিশনার মো. রেজাউল করিম।
বাংলাদেশের পুলিশ প্রধান বলেন, পুলিশ পুনর্গঠনে কাজ করছে সংস্কার কমিশন। কমিশনে শিক্ষক, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা ও সংশ্লিষ্ট অনেকেই রয়েছেন। তারা সরকারকে সংস্কারের বিষয়ে সুপারিশ করবেন।
৫ আগস্টে দেশজুড়ে বিভিন্ন থানা, ফাঁড়ি থেকে প্রায় ৬ হাজার অস্ত্র লুট হয়েছে, এখনও দেড় হাজার অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র উদ্ধারে চেষ্টা চলছে। মাটি খুঁড়ে অস্ত্র বের করা কঠিন। তাই খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করতে সমাজের সব নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করেন আইজিপি।
মতবিনিময় সভায় পুলিশ প্রধান আরও বলেন, গণঅভ্যুত্থানে নিহতের ঘটনায় দেশজুড়ে ভুয়া মামলা হচ্ছে। এতে নিরীহ মানুষদের আসামি করে চাঁদাবাজি করা হচ্ছে। তবে তদন্তকারী কর্মকর্তাদের প্রতি নির্দেশ যেন নিরপরাধ মানুষদের গ্রেফতার না করা হয়। নিরীহ মানুষেরা যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য সঠিকভাবে তদন্ত করবে পুলিশ।
এসময় সাংবাদিকদের আইজিপি বলেন, পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। তাদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। পট পরিবর্তনের সময় কোনও পুলিশ অফিসার মারা যাননি। যারা মারা গেছেন তারা সবাই ইন্সপেক্টর পদমর্যাদার নিচে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মানতে গিয়ে তারা জনরোষে পড়েছেন। সুতরাং মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের চাঙা করাই আমাদের মূল কাজ।
আদালত প্রাঙ্গণে আসামিদের মারধরের বিষয়ে পুলিশ মহাপরিদর্শক বলেন, এই বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। বিজ্ঞ আদালত অপরাধীদের বিচারের ব্যবস্থা করবেন।



















