সীমান্তে ভারতীয় নাগরিকসহ গ্রেফতার ২০
- আপডেট সময় : ০৩:৫১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১ ৩৩৭ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
বাংলাদেশের ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক ভারতীয় নাগরিকসহ ২০ জনকে গ্রেফতার করেছে সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোর রাত ও বৃহস্পতিবার পৃথক অভিযানে তাদের গ্রেফতারের কথা জানানো হয়েছে বিজিবি’র তরফে।
বিজিবি’র খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার একাশিপাড়া থেকে ভারতীয় নাগরিক সুরমাকে (৭০) গ্রেফতার করা হয়। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সুরুলিয়া গ্রামের বাসুদেব বিশ্বাসের স্ত্রী। একইদিনে একাশিপাড়া থেকে অবৈধভাবে ভারত যাওয়ার সময় ১৫ জনকে গ্রেফতার করে বিজিবি।
এছাড়া শুক্রবার ভোর রাতে পলিয়ানপুর বিওপি’র আওতাধীন মাতলার আইট গ্রামের মাঠ থেকে আরও ৪ জনকে গ্রেফতার করে বিজিব। গ্রেফতারকৃতদের বাড়ি খুলনা, যশোর, সাতক্ষীরা, বরিশাল ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়। বার্তায় নজরুল ইসলাম খান আরও জানান, বিজিবি’র পক্ষ থেকে বাংলাদেশ পাসপোর্ট আইনে মামলা দিয়ে গ্রেফতারকৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।





















