সতর্কতা জারি : কলকাতায় টর্নেডোর আশঙ্কা!
- আপডেট সময় : ০১:৩০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১ ২৫১ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত
বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ওড়িশায় যখন চলছে ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডব। তখন টর্নেডোর আশঙ্কা কলকাতায়। আশঙ্কা থেকেই পরিস্থিতি সামাল দিতে সতর্কতা জারি। দুপুরে কলকাতার বাসিন্দাদের বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এখবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম। বলা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়া, বর্ধমান, হাওড়া, হুগলি ও নদিয়ায় ১৭ কোম্পানি সেনা মোতায়েন করা হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় সিভিক ভলান্টিয়ার, অফিসার সহ ৩ লক্ষ পুলিশ মোতায়েত করা হয়েছে। গত ২৪ ঘণ্টা ধরে ডিউটি করছেন বিপর্যয় মোকাবিলা, পুরসভা, পঞ্চায়েত, পিডব্লুউডি, বিদ্যুৎ, সেচ, কৃষি দফতরের প্রায় ৭৪ হাজার কর্মী। মূলত প্রাণহানি রোখাই সরকারের লক্ষ্য।
এর পাশাপাশি সরকারি-বেসরকারি সম্পত্তি যাতে কম নষ্ট হয়, নষ্ট হলেও যাতে দ্রুত মেরামত করা যায় তার নিরন্তর চেষ্টা চলছে। বিপর্যয় মোকাবিলায় তৈরি রাখা হয়েছে স্পিড বোট, গাছ কাটার যন্ত্র, অ্যাম্বুল্যান্স। নবান্নের পাশাপাশি সব পুরসভা, পঞ্চায়েত, জেলায় জেলায় জেলাশাসকের অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
























