সংকট দেখিয়ে ৫০ ডাব ২০০ টাকায় বিক্রি
- আপডেট সময় : ০৬:৪৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ২২৮ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
ডাব বাজারে বিক্রি হওয়টাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশে অন্যান্য জিনিষপত্রের দাম বেড়ে যাবার অজুহাতে ৫০ টাকার ডাব প্রকার ভেদে ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি করা হয়। রীতিমত মুনাফখোরা সাধারণ মানুষকে জিম্মি করেই ডাব বিক্রি চালিয়ে আসছিল।
এ অবস্থায় ডাবের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ডাবের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের রসিদ রাখার নির্দেশ দেন অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।
মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাইসা মেডিকেল হল নামের একটি ওষুধের দোকানের সামনে মাত্র পাঁচটি ডাব নিয়ে বিক্রি করছিল ফার্মেসিটি। প্রতিটি ডাব বিক্রি করছিল ১৫০ থেকে ২০০ টাকা করে। বাজারে ডাবের সংকট, এমন দাবি করে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত দাম হাতিয়ে নিচ্ছিল। অথচ ফার্মেসির পেছনেই রাখা ছিল কয়েক শ ডাব।
দোকানের পেছনে এমন চিত্র দেখতে পেলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
বিক্রেতা ডাব মজুত রাখার কথা স্বীকার করেন। কৃত্রিম সংকট দেখিয়ে ভোক্তাদের ঠকানোর অপরাধে ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
চলতি ডেঙ্গুর প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নেয়। রোগীর চাপে হাসপাতালে উপচে পড়া ভিড়। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হলে যেসব ফলের ওপর রোগীরা ভরসা করেন, সেগুলোর দাম লাগামহীন। এই তালিকায় প্রথম সারিতে ডাব।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ডাবের সংকট দাবি করে প্রতিটি ডাব ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। দোকানটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধও পাওয়া গেছে।




















