শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে মতামত জাতীয় পরামর্শক কমিটির
- আপডেট সময় : ০৬:৪৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১ ২৬৮ বার পড়া হয়েছে
ফাইল ছবি
করোনা পরিস্থিতির উন্নতি ঘটায় ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল-কলেজ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্র ডা. দীপু মনি। বৃহস্পতিবার গভীর রাতে করোনা সংক্রান্ত জাতীয় কমিটির তরফে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে বাধা নেই মতামত দেওয়ার পর শিক্ষামন্ত্রীর এই ঘোষণা আসলো।
কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমণ কমে আসার পাশাপাশি টিকা প্রাপ্তি নিশ্চিত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে কোনো
বাধা নেই। অবশ্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রকে জানিয়ে দেওয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রবিবার আন্ত:মন্তক বৈঠক ডাকা হয়েছে। স্কুল-কলেজ খোলার পর করণীয় কী কী হবে সেসব বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
জাতীয় সংসদের অধিবেশনে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মহামারি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকা সকল স্কুল-কলেজ খুলে
দেওয়ার ব্যবস্থা হচ্ছে। শিক্ষকদের টিকাও দেওয়া হয়েছে। শিক্ষকদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদের পরিবারের সদস্যদেরও টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি শেষ হবে ১১ সেপ্টেম্বর। শিক্ষা মন্ত্রকের সূত্রের খবর, হয়তো ১২ সেপ্টেম্বর থেকেই ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। শিক্ষামন্ত্রী দীপু
মনি বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে এমন ইঙ্গিত দিয়েছেন।
গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরমধ্যে কয়েকবার চেষ্টা করেও করোনার উর্ধগতি সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হয়নি।























