শরিকদের সঙ্গে মোদির বৈঠক
- আপডেট সময় : ০৯:১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ২১১ বার পড়া হয়েছে
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোটের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন নরেন্দ্র মোদি। বুধবার (৫ জুন)স্থানীয় সময় বিকেলে রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে তারা এই বৈঠক করেন। বৈঠক শেষ হওয়ায় আজ রাতেই নতুন সরকার গঠন নিয়ে ঘোষণা আসতে পারে।
বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ প্রধান নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডুসহ অনেকে উপস্থিত ছিলেন। এবারের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কিংমেকার হিসেবে আবির্ভূত হয়েছেন নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু।
এনডিএ জোটের সংসদ সদস্য (এমপি) সঞ্জয় কুমার ঝা বৈঠক শেষে বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, সবাই তাদের নিজ নিজ মতামত তুলে ধরেছেন। তৃতীয়বারের মতো এনডিএকে ম্যান্ডেট দেয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, শিগগিরই নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার গঠিত হবে। এ ছাড়া দ্রুতই সব এমপি একটি বৈঠকে মিলিত হবেন।
মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। সেখানে দেখা যায়, বিজেপি ২৪০টি আসন পেয়েছে। যদিও সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২টি আসন। কংগ্রেসের ইন্ডিয়া জোট ২৩২ আসনে জিতে চমক দেখিয়েছে। এ ছাড়া নীতীশের জেডিইউ ১২টি এবং নাইডুর তেলুগু দেশম পার্টি বা টিডিপি ১৬টি আসন পেয়েছে। ফলে নতুন জোট সরকার গঠনে এই দুই দলের ওপর নির্ভর করছে অন্য বড় দল দুটি।
সূত্র: বিবিসি




















