রাশিয়া–ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে: ট্রাম্পের সতর্কবার্তা
- আপডেট সময় : ০৩:৫৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় তা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক এক ব্রিফিংয়ে তিনি জানান, শুধু গত মাসেই এই যুদ্ধে প্রায় ২৫,০০০ মানুষ, যাদের বেশির ভাগই সৈন্য নিহত হয়েছে। অব্যাহত রক্তপাত ও শান্তি আলোচনায় অগ্রগতি না হওয়ায় তিনি গভীর হতাশা প্রকাশ করেন।
ট্রাম্প বলেন, আমি হত্যাকাণ্ড বন্ধ দেখতে চাই। এই ধরনের পরিস্থিতি বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। আমরা তা কখনোই চাই না। রাশিয়া ও ইউক্রেন আলোচনার টেবিলে ফিরতে আগ্রহী না হওয়ায় নিজেকে ‘পাশ থেকে দেখা ছাড়া উপায় নেই’ বলেও মন্তব্য করেন তিনি।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, যুদ্ধবিরতি অর্জনে ধীরগতির জন্য রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের ওপরই ট্রাম্প অত্যন্ত হতাশ। তিনি ফলহীন বৈঠকে অংশ নিতে চান না এবং এখন শুধু বাস্তব পদক্ষেপ দেখতে চান। লিভিট বলেন, রাষ্ট্রপতি কথা নয়, ফলাফল চান। তিনি চান যুদ্ধটি দ্রুত শেষ হোক।
ট্রাম্প প্রশাসন শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে কাজ করছে বলেও তিনি জানান। এদিকে ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং বিশেষ দূত স্টিভ উইটকফ উভয় পক্ষের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন।
যুদ্ধ শেষের সম্ভাব্য নিরাপত্তা চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে সহায়তা দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন ট্রাম্প। তবে তিনি ক্ষোভ প্রকাশ করেন যে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন শান্তি পরিকল্পনায় দ্রুত সাড়া দিচ্ছেন না। বিশেষ করে জেলেনস্কির ডনবাস অঞ্চল রাশিয়াকে হস্তান্তর নিয়ে গণভোটের মন্তব্যের পর মার্কিন প্রশাসনের চাপ আরও বেড়েছে।
অন্যদিকে, ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা কমিয়ে দিয়েছে। পরিবর্তে ন্যাটো মিত্রদের মাধ্যমে মার্কিন অস্ত্র ইউক্রেনের কাছে পৌঁছানোর ব্যবস্থা রাখা হয়েছে।
চলমান অচলাবস্থা ও ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে যুদ্ধটি বৈশ্বিক সংঘাতে রূপ নিতে পারে, এমন আশঙ্কাই বারবার তুলে ধরছেন ট্রাম্প। সূত্র এনডিটিভি



















