সংবাদ শিরোনাম ::
রাজপথে স্বামী-স্ত্রী ও ছেলেকে হত্যা
ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০২:০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১ ২৩৮ বার পড়া হয়েছে
প্রকাশ রাজপথে স্বামী-স্ত্রী ও তাদের শিশুসন্তানকে করে হত্যা করেছে এক যুবক। বেলা সোয়া ১১টার সাগাদ বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কুষ্টিয়া শহরের ৬ নম্বর ওয়ার্ডের কাস্টমস মোড়ের ঘটনা।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মো. খাইরুল আলম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রবিবার শহরের কাস্টমস মোড় এক যুবক স্বামী-স্ত্রী ও তাদের শিশুসন্তানকে গুলি করে। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান। হাসপাতালে নেওয়ার পর শিশুসন্তানটিও মারা যায়। ঘটনায় জড়িত যুবককে আটক করা হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।
গুলিতে তিনজন মারা গিয়েছেন জানিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. তাপস কুমার সরকার জানান, তাদের নাম পাওয়া যায়নি। এদের মধ্যে দুইজন ঘটনাস্থলে ও একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে।




















