মোটরবাইককে কর্পোরেশনের গাড়ির ধাক্কা, বিশ্ববিদ্যালয়ের ২ পড়ুয়ার মৃত্যু
- আপডেট সময় : ০১:৩৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
ছুটির দিন ভোরের নিস্তব্ধতায় আনন্দ মুহূর্তেই বদলে গেল শোকে। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর সোয়া ৪টা নাগাদ ডেমরার ধার্মিকপাড়া মিনি কক্সবাজার রোডে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-আইইউবির তাহসিন তপু (২৫) এবং ইউআইইউর ইরাম হৃদয় (২৩)।
এর কিছুক্ষণ আগে তারা দুজনই এলাকার বড় ভাই সিয়ামের গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফিরেছিলেন। বন্ধু ও ছোট ভাই তাওসিফ জানান, অনুষ্ঠান শেষে সবাই মিলে রাস্তায় চা খেতে দাঁড়ানো হয়। সেখান থেকেই তাহসিন ও ইরাম মোটরসাইকেল নিয়ে কিছুক্ষণ ঘুরতে বের হন।
অল্প দূরেই আচমকা বিকট শব্দে সবাই ছুটে গিয়ে দেখতে পান, সিটি করপোরেশনের ময়লার ট্রাকের নিচে চাপা পড়ে রয়েছে মোটরসাইকেলটি, আর দুই তরুণ পড়ে আছে রাস্তায়। গুরুতর আহত অবস্থায় তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
তাওসিফের অভিযোগ, এলাকায় সিটি করপোরেশনের অনেক ময়লার গাড়ির চালকই নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালান এবং রাতে বেপরোয়া গতিতে চলাচল করেন, যা এমন দুর্ঘটনা বাড়িয়ে দিচ্ছে।
নিহত তাহসিন ডেমরার সানারপাড়ার বাসিন্দা বাবুলের ছেলে। ইরামের বাড়ি চিটাগং রোড এলাকায়। দু’টি তরতাজা প্রাণের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোক।
ডেমরা থানার এসআই রুবেল হাওলাদার জানান, ঘটনাস্থল থেকে ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। পলাতক চালককে গ্রেফতারে অভিযান চলছে।



















