মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজই দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট
- আপডেট সময় : ১০:৫৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
ভেনেজুয়েলার রাজনৈতিক অচলাবস্থার মধ্যে দেশটির সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়ার পর রাষ্ট্রক্ষমতার ধারাবাহিকতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়।
আদালত জানায়, বর্তমান পরিস্থিতিতে প্রশাসনিক কার্যক্রম সচল রাখা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্র পরিচালনার সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া জরুরি। একই সঙ্গে প্রেসিডেন্টের অনুপস্থিতিতে কোন আইনগত কাঠামোর আওতায় সরকার পরিচালিত হবে, সে বিষয়ে আরও পর্যালোচনা ও আলোচনা অব্যাহত থাকবে বলেও আদালত উল্লেখ করেছে।
এই সিদ্ধান্তের মাধ্যমে আপাতত ভেনেজুয়েলায় অন্তর্বর্তী নেতৃত্বের একটি কাঠামো কার্যকর হলো, যা দেশের ভেতরে ও বাইরে গভীর আগ্রহের সৃষ্টি করেছে। রয়টার্সের ছবিতে দেখা ডেলসি রদ্রিগেজ দীর্ঘদিন ধরেই মাদুরো প্রশাসনের ঘনিষ্ঠ সহযোগী এবং প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক বক্তব্যে জানান, ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ে কাজ করলে ভেনেজুয়েলায় সরাসরি মার্কিন সেনা মোতায়েনের প্রয়োজন হবে না। নিউইয়র্ক পোস্টের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, রদ্রিগেজের সঙ্গে তাদের একাধিকবার যোগাযোগ হয়েছে এবং তিনি পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করছেন।
ট্রাম্প আরও দাবি করেন, ডেলসি রদ্রিগেজ ইতোমধ্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন।
নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার রাষ্ট্রক্ষমতা কার হাতে থাকবে—এ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে আপাতত সেই অনিশ্চয়তা কিছুটা হলেও প্রশমিত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।



















