মা ইলিশ সংরক্ষণে নৌবাহিনীর অভিযান, ২০ লাখ ৯১ হাজার মিটার অবৈধ জাল আটক
- আপডেট সময় : ০৭:৫৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১ ৩২১ বার পড়া হয়েছে
ছবি আইএসপিআর
মা ইলিশ রক্ষায় ২২ দিনের বিশেষ অভিযান চলছে। সমন্বিত বাহিনী নদনদীতে মা ইলিশের নিরাপদ বিচরণ এবং ডিম ছাড়া নির্বিঘ্ন করতে টহল জোরদার করেছে। ইলিশ প্রজনন মৌসুমে ২২
দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী।বাংলাদেশ নৌবাহিনীর ৭টি জাহাজ মা ইলিশ রক্ষা অভিযানে ‘ইন এইড টু
সিভিল পাওয়ার’ এর আওতায় অভিযান পরিচালনা করছে। উক্ত অভিযানে গত ১১ অক্টোবর হতে এ পর্যন্ত নৌবাহিনীর জাহাজসমূহ সমুদ্র ও উপকুলীয় সেন্টমার্টিন, কক্সজার ও কুতুবদিয়া,
বরিশাল জেলার মল্লিকপুর, লালখারাবাদ, হিজলা, ভাষানচর, কালীগঞ্জ, চরমোনাই, মেহেন্দিগঞ্জ, দপদপিয়া, পটুয়াখালী জেলার ধুলিয়া কলাপাড়া, গলাচিপা, পানপট্টি, বাউফল, ভাষানচর,
পিরোজপুর ও বরগুনা জেলার কাউখালী, গাবখান, মোকামিয়া, বেতাগি, বামনা, বলেশ্বর, পায়রা নদীর মোহনা, বাগেরহাট জেলার মোংলা, পশুর নদী, রামপাল, কাউখালী, খুলনা জেলার চালনা,
দাকোপ, রূপসা, বটিয়াঘাটা এলাকা হতে আনুমানিক ৯ কোটি ৩৭ লক্ষ টাকা মূল্যের ২০ লাখ ৯১ হাজার মিটার অবৈধ জাল ও ৩৫৮ কেজি ইলিশ মাছ আটক করেছে। আটককৃত এসব অবৈধ

জালসমূহ স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত ইলিশ স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়। গত ৪ অক্টোবর শুরু হওয়া এ
অভিযানে নৌবাহিনী এ পর্যন্ত ৪১ লক্ষ ২১ হাজার মিটার অবৈধ জাল ও ৫৫৮ কেজি ইলিশ মাছ আটক করেছে। মা ইলিশ রক্ষায় বিশেষ এ অভিযান আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। অভিযান
পরিচালনাকালে নৌসদস্যরা প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ সংক্রান্ত সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও গণসচেতনতা সৃষ্টিতে স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহায়তা প্রদান করছে।
























