মমতার শপথ বুধবার : সফলতার হাসি দেব-নুসরাত-মিমি’র
- আপডেট সময় : ০৬:১৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১ ২৮৪ বার পড়া হয়েছে
ফাইল ছবি
ভয়েস ডিজিটাল ডেস্ক
বুধবার তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি। বিধায়কেরা নেবেন ৬ মে। সোমবার এ কথা জানান দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি। করোনা আবহেও তৃণমূলে উৎসব অবস্থা বিরাজ করছে।
ভোটের সাফল্যে বেজায় খুশি মমতা ব্যানার্জির ৩ বিশ্বস্ত সৈনিক। দেব, মিমি, নুসরাত নিজেরা বিধানসভা নির্বাচনে প্রার্থী ছিলেন না। কিন্তু দলকে জেতাতে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাদের পরিশ্রমের ফল ফলেছে। উৎসাহিত মিমি জানিয়েছেন, বাংলা আজ যা করে, ভারত আগামিকাল তা ভাবে।
নুসরাত ফলাফলের দিন তৃণমূলের ভালো অবস্থা দেখে টুইটে লেখেন, খেলা হয়েছে, জেতা হচ্ছে। সুপারস্টার দেবও এমন উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
উল্লেখ্য, এবার বিধানসভা নির্বাচনের প্রচার প্ল্যানিংয়ে প্রথমদিনেই বড় দায়িত্ব দেওয়া হয় দলের ৩ তারকা প্রার্থী দেব, মিমি, নুসরতকে। তৃণমূল সুপ্রিমো বলেন, দেব, মিমি, নুসরতকে বেশি করে সময় দিতে হবে। ৩ জনেই তড়িঘড়ি তাঁদের শুটিংয়ের কাজ সেরে মন দেন প্রচারের কাজে। সূত্র : জিনিউজ।





















