ভারতীয় স্লুইচগেট বন্ধু, কয়েক হাজার বিঘা জমির ধান তলিয়ে গেছে
- আপডেট সময় : ০৬:১৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩ ২১৩ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
ভারতীয় অংশে স্লুইচগেট বন্ধ থাকায় দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তঘেঁষা কয়েকটি মাঠের কয়েক হাজার বিঘা জমির ধানের চারা সাতদিন ধরে পানির নিচে তলিয়ে আছে। ধানের চারাগুলো ডুবে থাকায় অনেকটা ক্ষতির মুখে এলাকার কয়েকশ কৃষক।
জল পলীখিয়ার মামুদপুর মাঠ দিয়ে ভারতীয় অংশে সিরামপুর এলাকায় প্রবেশ করে। কিন্তু বৃষ্টি শুরুর পর ভারতীয় স্লুইচগেট বন্ধ করে দেওয়ায় মাঠের জল নামতে পারেনি।
স্লুইচগেট খুলতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) চিঠি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভাইগড় ক্যাম্প। উপজেলা প্রশাসনের দাবি, খুব দ্রুত সমস্যাটি সমাধান হয়ে যাবে।
খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে বিরামপুর উপজেলার হাবিবপুর, হাকিমপুর, শৈলান এবং পলীখিয়ার মামুদপুর মাঠের কয়েক হাজার বিঘা জমির ধানের চারা পানির নিচে তলিয়ে যায়।
বিষয়টি এরইমধ্যে ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে উল্লেখ করে বিজিবির ভাইগড় কোম্পানি কমান্ডার সুবেদার অমরেষ কুমার বালা বলেন, দু-একদিন দেখি, এরমধ্যে যদি স্লুইচগেট না খোলে সেক্ষেত্রে আমরা তাদের (বিএসএফ) সঙ্গে বৈঠক করবো।




















