যুক্তরাজ্যের বিধিনিষেধ শিথিল হলো বাংলাদেশসহ ৩২ দেশের ওপর থেকে
- আপডেট সময় : ০৩:০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১ ২৮২ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
করোনামহামারিতে থমকে যাওয়া পৃথিবী ফের জেগে ওঠছে। করোনার প্রাদুর্ভাব রুখতে বিশ্বের বিভিন্ন দেশ নানা পদক্ষেপ গ্রহণ করে। এরই মধ্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। এর সঙ্গে পর্যায়ক্রমে ভ্রমণ বিধিনিষেধও তুলে নিচ্ছে বিভিন্ন দেশ। জানা গিয়েছে, করোনা প্রাদুর্ভাব
থেকে রক্ষায় বাংলাদেশসহ বেশকিছু দেশকে লাল তালিকাভুক্ত করে বৃটেন। যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় বাংলাদেশসহ ৩২ দেশের ওপর আরোপিত সেসব বিধিনিষেধ শিথিল করে নেয় ব্রিটিশ সরকার।
এক বিবৃতিতে ব্রিটিশ বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের কারণে মানুষ আরও সহজেই অধিক সংখ্যক গন্তব্যে ভ্রমণ করতে পারবে।
ব্রিটিশ বিদেশ মন্ত্রী লিজ ত্রুজ মনে করেন, এই পরিবর্তনগুলো ভ্রমণকে আরও সহজ করে তুলবে এবং ব্যবসায় অগ্রগতি আনতে। পাশাপাশি পরিবার, প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে সহজেই দেখা করা
সহজ হবে। আমরা মানুষকে নিরাপদ রাখার পাশাপাশি সঠিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছি। কারণ এটিই আমাদের অগ্রাধিকার।
যেসব দেশ এখনো যুক্তরাজ্যের লাল তালিকায় রয়েছে, সেখানে ব্রিটিশদের অত্যাবশ্যক প্রয়োজন ছাড়া ভ্রমণে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, সেসব দেশে ব্রিটিশদের জন্য ঝুঁকি খুব বেশি।
যুক্তরাজ্যের ঘোষণায় অনুযায়ী যেসব দেশের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করা হয়েছে তা হচ্ছে, বাংলাদেশ, টোকেলাউ ও নিউ, জিবুতি, বিষুবীয় গিনি, ফিজি, গাম্বিয়া, গায়েনা, কাজাখস্তান,
কিরিবতী, কসোভো, লাইবেরিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, আলজেরিয়া, সাউ তোমি ও প্রিন্সিপে, সেনেগাল, সলোমন আইল্যান্ডস, টোগো, টোঙ্গা, আর্মেনিয়া, বেলারুশ, বেনিন, কমোরোস, মার্শাল
আইল্যান্ডস, মাইক্রোনেশিয়া, নাউরু, টুভালু, ভানুয়াতু, কঙ্গো, আমেরিকা সামোয়া, ফ্রেঞ্চ পলিনেশিয়া ও ঘানা।
























