বুদ্ধদেবকে দেখে হাসপাতালে মমতা এলেন মমতা, বুদ্ধ বাবু হাত নেড়েছেন—মনে হল অনেকটা সুস্থ
- আপডেট সময় : ০৫:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩ ২৪১ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে বিধানসভা থেকে সরাসরি আলিপুরের এই হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথাবার্তা বলেন। বুদ্ধদেবের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিয়েছেন তিনি।
হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, বুদ্ধদেব তাঁকে দেখে হাত নেড়েছেন। মমতার কথায়, ‘‘ওঁর জ্ঞান আছে। হাত নাড়লেন। আমার দেখে মনে হল, অনেকটা সুস্থ হয়েছেন। ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে। বাইপ্যাপ চলছে। তবে আমি তো চিকিৎসক নই। এর বেশি কিছু বলতে পারব না।
মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানো এক চিকিৎসক এর পর বুদ্ধদেবের শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানান। তিনি বলেন, সকাল থেকেই ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বার করে আনার প্রক্রিয়া চলছিল। একটু আগে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে।
চিকিৎসক আরও জানান, বর্তমানে বুদ্ধদেবকে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে ফিরিয়ে আনা হয়েছে। সর্ব ক্ষণ তাঁকে নজরে রেখেছে মেডিক্যাল বোর্ড। ঘণ্টায় ঘণ্টায় বুদ্ধদেবের স্বাস্থ্য সংক্রান্ত প্যারামিটারগুলি যাচাই করা হচ্ছে। চিকিৎসকের কথায়, এখনও পর্যন্ত যা রিপোর্ট দেখছি, তাতে আমরা খুশি। যদিও আগামী ২৪ ঘণ্টা ওঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা আশা করছি, উনি পারবেন।সূত্র আনন্দবাজার




















