সংবাদ শিরোনাম ::
বিরাজলক্ষী ঘোষের কবিতা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:১৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে
পাথরের ফাটল থেকে বসন্ত নিয়ে আসে সে
বনফুলের দিকে তাকাও
পাথরের ফাটল থেকে বসন্ত নিয়ে আসে সে,
কঠিন বর্ম ভেদ করে তার নিজস্ব নরম পাপড়ি-
মেলে সূর্যের দিকে পৌঁছায়।
এবং যে পাখি আকাশকে সাহস দেয়,
যদিও তার ভঙ্গুর হাড় এবং পালক,
ঝড়ের এবং ঠাণ্ডার ঝাপটা তাকে ক্ষতবিক্ষত করতে
পারে ,সেই দাপট সামলে সে
শিস দেয়, গান ধরে..
আমরাও যদি আমাদের কোমলতম অন্তরস্থল থেকে,চরম
বাস্তবের বুকে পা দিয়ে চলতে চাই,
কঠোরতার পুরানো আস্তরণ ফুঁড়ে পারবে কি
বৃষ্টি আমাদের স্পর্শ করতে?























