সংবাদ শিরোনাম ::
‘বিপজ্জনক’! ঢাকার বায়ুদূষণ, অবস্থান শীর্ষে

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩ ২১০ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা। বলা যায় ধূলিময় ঢাকা। রাস্তায় চলাচল করতে হয় নাক-মুখ চেপে। করোনার পর মাস্কের ব্যবহার ফের বাড়ছে। বায়ুদূষণের কবল থেকে নিজেদের রক্ষায় তাগিদ থেকেই মাস্ক পড়ছেন নাগরবাসিন্দারা।
শনিবারও বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে ঢাকা। এদিন সকাল ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ৩৩০। যা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়। শুক্রবার ছুটির দিনেও ৩৩৫ নিয়ে বিপজ্জনক ছিল ঢাকার বায়ু।
এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঘানার আক্রা, স্কোর ৩০৯। ২১৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চীনের বেইজিং। পাকিস্তানের লাহোর ২১১ স্কোর চতুর্থ অবস্থানে রয়েছে । পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি স্কোর ১৯৪।