বিদেশে যাওয়ার অনুমতি পেলেন না খালেদা জিয়া
- আপডেট সময় : ০৫:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১ ২৩৭ বার পড়া হয়েছে
দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশ যাবার অনুমতি পাচ্ছেন না। উন্নত চিকিৎসায় বিদেশ যেতে পরিবারের তরফে সরকারের কাছে আবেদন করেন খালেদার পরিবার।
এ নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্যে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার সুযোগ নেই। আমি এ লিগ্যাল ওপিনিয়ন দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে জানিয়েছি।
অপর দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আইন অনুযায়ী খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আবেদন মঞ্জুর করতে পারছি না। সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কোনো সুযোগ আইনে নেই।
রবিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন পর্যালোচনা করে তিনি এ কথা বলেন। এর আগে আইন মন্ত্রকের মতামতের কপি স্বরাষ্ট্র মন্ত্রকে পৌঁছায়।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
আইনমন্ত্রী বলেন, একবার যখন একটা সিদ্ধান্ত হয়ে গিয়েছে। ৪০১ ধারায় কার্যক্রম শেষ হয়েছে। একারণে এটাকে আরেকবার রিওপেন করার সুযোগ নেই। সেক্ষেত্রে বিদেশে যাওয়ার আবেদনে অনুমতি দেওয়ারও সুযোগ নেই।



















