সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা চুক্তির দ্রুত বাস্তবায়ন চায় ভারত
ভয়েস রিপোর্ট, ঢাকা
- আপডেট সময় : ১২:২৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১ ২৮২ বার পড়া হয়েছে
বাংলাদেশের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা চুক্তি দ্রুত বাস্তবায়ন চায় ভারত। বাংলাদেশে বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে পাঠানো এক বার্তায় ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শংকর লিখেন, সম্প্রতি স্বাক্ষরিত দুর্যোগ ব্যবস্থাপনা সমঝোতা স্মারকের বাস্তবায়ন আমাদের অবশ্যই করতে হবে।
বিদেশ মন্ত্রক থেকে পাঠানো সংবাদ বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, এস জয়শংকর আশা করেন ভবিষ্যতে দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবিলার ক্ষেত্রে দুই দেশকে এটি সহায়তা করবে।
এ ছাড়া মহারাষ্ট্রে বন্যায় মানুষ মারা যাওয়ার জন্য বিদেশ মন্ত্রী ড. মোমেন যে শোকবার্তা পাঠিয়েছেন তার জন্য ধন্যবাদ জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ।























