বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় ৭জন নিহত
- আপডেট সময় : ১২:১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ২২৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭ জন হয়েছেন। ঈদযাত্রায় এটিই বড় ঘটনা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি।
হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের (ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) ষোলঘর এলাকায় বাস ও ট্রাকের মাঝে সংঘর্ষ ঘটে। এতে ৭ জন নিহত হন। আহত হন আরও ১০ জন।

আহতদের উদ্ধার করে ঢাকা ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার কারণে রাস্তার দক্ষিণ প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে যানজট নিরসনে কাজ করছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান বলেন, শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের একটি বাস রাস্তার পাশে দাড়ানো ট্রাকের পেছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।




















