ফ্যাসিস্ট শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম
- আপডেট সময় : ০৪:৫৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
ফ্যাসিস্ট শক্তি আসন্ন নির্বাচন বানচালের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট শক্তি সব সময় অস্থিতিশীলতা সৃষ্টি করে। তারা নির্বাচন বানচাল করে ক্ষমতার রাজনীতি করতে চায়। তিনি অভিযোগ করেন, হাদি ওপর হামলার ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার করতে পারেনি সরকার। পুলিশের ওপর নির্ভর করে জনগণের জীবন নিরাপদ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এই ভূখণ্ডের মানুষ মানবিক মর্যাদা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করেছে। কিন্তু গত ৫৪ বছরে বারবার মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সাম্য ও মানবিক মর্যাদার রাষ্ট্র গঠনের পরিবর্তে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে।
নাহিদ ইসলাম আরও বলেন, একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ। আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে এনসিপির প্রার্থীরা মাঠে কাজ করবেন।




















