ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ও এপার-ওপার যাতায়তে আয় জুলাই আন্দোলনের স্মৃতি এখনও তাজা, শহীদ ও আহতরা শুধু সংখ্যার অংশ নয় পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন সন্তান হারা মায়ের বুকফাটা আর্তনাদ যেন হাজারো গুমের শিকার পরিবারের নীরব চিৎকার গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ যা জানালো ভারত

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে

দিল্লি ও আগরতলায় বাংলাদেশের ভিসা ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র রণধীর জয়স্বাল বলেন, বাংলাদেশি সংবাদমাধ্যমের একটি অংশে এ ঘটনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে, যা বাস্তব পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

তিনি জানান, গত ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রায় ২০ থেকে ২৫ জন যুবক সমবেত হয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেয়। একই সঙ্গে তারা বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়।

রণধীর জয়স্বাল স্পষ্ট করে বলেন, বিক্ষোভ চলাকালে কোনো সময়ই হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা বা নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্যোগ নেওয়া হয়নি।

ঘটনাস্থলে মোতায়েন পুলিশ সদস্যরা কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এ সংক্রান্ত দৃশ্যমান প্রমাণ সবার জন্য উন্মুক্ত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ভারতের সরকারি মুখপাত্র আরও বলেন, ভিয়েনা কনভেনশনের বিধান অনুসারে ভারত তার ভূখণ্ডে অবস্থিত সব বিদেশি মিশন ও কূটনৈতিক পোস্টের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে। এ বিষয়ে ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

পাশাপাশি দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বানও জানিয়েছে ভারত।

অবশ্য দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে বিক্ষোভ ও হামলার চেষ্টার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত প্রেসনোট সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। রবিবার বিকেলে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারতের বক্তব্য বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

 

 

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ যা জানালো ভারত

আপডেট সময় : ০৬:৪৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র রণধীর জয়স্বাল বলেন, বাংলাদেশি সংবাদমাধ্যমের একটি অংশে এ ঘটনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে, যা বাস্তব পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

তিনি জানান, গত ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রায় ২০ থেকে ২৫ জন যুবক সমবেত হয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেয়। একই সঙ্গে তারা বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়।

রণধীর জয়স্বাল স্পষ্ট করে বলেন, বিক্ষোভ চলাকালে কোনো সময়ই হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা বা নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্যোগ নেওয়া হয়নি।

ঘটনাস্থলে মোতায়েন পুলিশ সদস্যরা কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এ সংক্রান্ত দৃশ্যমান প্রমাণ সবার জন্য উন্মুক্ত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ভারতের সরকারি মুখপাত্র আরও বলেন, ভিয়েনা কনভেনশনের বিধান অনুসারে ভারত তার ভূখণ্ডে অবস্থিত সব বিদেশি মিশন ও কূটনৈতিক পোস্টের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে। এ বিষয়ে ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

পাশাপাশি দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বানও জানিয়েছে ভারত।

অবশ্য দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে বিক্ষোভ ও হামলার চেষ্টার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত প্রেসনোট সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। রবিবার বিকেলে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারতের বক্তব্য বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।