নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ যা জানালো ভারত
- আপডেট সময় : ০৬:৪৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে
নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র রণধীর জয়স্বাল বলেন, বাংলাদেশি সংবাদমাধ্যমের একটি অংশে এ ঘটনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে, যা বাস্তব পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
তিনি জানান, গত ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রায় ২০ থেকে ২৫ জন যুবক সমবেত হয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেয়। একই সঙ্গে তারা বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়।
রণধীর জয়স্বাল স্পষ্ট করে বলেন, বিক্ষোভ চলাকালে কোনো সময়ই হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা বা নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্যোগ নেওয়া হয়নি।
ঘটনাস্থলে মোতায়েন পুলিশ সদস্যরা কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এ সংক্রান্ত দৃশ্যমান প্রমাণ সবার জন্য উন্মুক্ত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ভারতের সরকারি মুখপাত্র আরও বলেন, ভিয়েনা কনভেনশনের বিধান অনুসারে ভারত তার ভূখণ্ডে অবস্থিত সব বিদেশি মিশন ও কূটনৈতিক পোস্টের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি জানান, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে। এ বিষয়ে ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
পাশাপাশি দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বানও জানিয়েছে ভারত।
অবশ্য দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে বিক্ষোভ ও হামলার চেষ্টার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত প্রেসনোট সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। রবিবার বিকেলে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারতের বক্তব্য বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।




















