নবাগত ও সাধারণ চিকিৎসকদের প্রশিক্ষিত করতে এমইউ সই
- আপডেট সময় : ০৮:০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২ ৪৭৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের মধ্য দিয়ে প্রান্তিক জনগনের সুস্বাস্থ্যনিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। ঢাকায় বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশশনের মধ্যে বিজ্ঞানভিত্তিক ও পেশাগত বিশেষায়িত কারিগরি প্রশিক্ষন বিস্তৃতিকরণ বিষয়ে সমঝোতাস্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ডায়াবেটিস, থায়রয়েড সমস্যা, দৈহিক স্থুলতা, পিসিওএস, হাড়ক্ষয়, ভিটামিনডি-ক্যালসিয়ামসহ অন্যান্য সমস্যা, প্রজনন সমস্যা, বৃদ্ধিজনিত সমস্যা ইত্যাদি হরমোন ও মেটাবলিক রোগের কোটি কোটি রোগী রয়েছে।
কিন্তু এত বিপুল সংখ্যক রোগীর বিশেষজ্ঞ সেবাদানের পরিপূর্ণকাঠামো তৈরি সময় সাপেক্ষ এবং বিপুলঅর্থ -সম্পদ বিনিয়োগের প্রয়োজন হবে, যেটি এখন আমাদের পক্ষে প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। দেশেমোট ১৭৯ জনবিশেষজ্ঞচিকিৎসাসেবাদানকরছেন অসংখ্যরোগীকে অন্য আরও অনেকরোগেরমতইডায়াবেটিস/ থায়রয়েড জনিতসহ হরমোন রোগের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে সদ্য পাশ করা জুনিয়র চিকিৎসক ও জেনারেল প্র্যাক্টিশনারগণ। যদি জুনিয়র চিকিৎসক ও জেনারেল প্র্যাক্টিশনারগণকে ডায়াবেটিস, থায়রয়েড সমস্যা, দৈহিক স্থুলতা, ভিটামিন ডি-ক্যালসিয়াম ঘাটতি, হাড়ক্ষয়, পিসিওএস, প্রজনন সমস্যা, বৃদ্ধিজনিত সমস্যা ইত্যাদি হরমোন ও মেটাবলিক রোগের ব্যবস্থাপনার প্রশিক্ষণ দেয়া যায়, তবে অতি দ্রুত সারাদেশের এ সংক্রান্ত রোগীদের চিকিতসার গুনগতমান বৃদ্ধি পাবে।
সেই লক্ষ্যে দেশের চিকিৎসকদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) সঙ্গে হরমোন মেটাবলিক রোগের বিশেষজ্ঞদের সংগঠন ‘বাংলাদেশএন্ডোক্রাইন সোসাইটির’ (বিইএস) সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। করবেনবাংলাদেশএন্ডোক্রাইন সোসাইটির তরফে সাধারন সম্পাদক ডাঃ শাহজাদা সেলিম এবং বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের তরফে মহাসচিব অধ্যাপক ডাঃ এহতেসামুল হক চৌধুরী সমঝোতা স্মারকে সই করেন।
এ অনুষ্ঠানে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশএন্ডোক্রাইন সোসাইটির সভাপতি অধ্যাপক ডাঃ এসএম আশরাফুজ্জামান; বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া, ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী, ডাঃ তারিক মেহেদী পারভেজ ও ডাঃ শেখ শহীদুল্লাহ এবং বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি (ইলেক্ট) অধ্যাপক ডাঃ মুহাম্মদ হাফিজুর রহমান, সহসভাপতি ডাঃ ফারিয়া আফসানা (আহ্বায়ক-সায়েন্টিফিক সাবকমিটি), ডাঃ মারুফা মুস্তারীসহ অনান্যরা এসময় উপস্থিত ছিলেন।























